হোম / রেসিপি / আইসক্রিম স্যান্ডুইচ

Photo of Icecream sandwich by Arundhati Paul at BetterButter
423
0
0.0(0)
0

আইসক্রিম স্যান্ডুইচ

Feb-13-2019
Arundhati Paul
5 মিনিট
প্রস্তুতি সময়
240 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

আইসক্রিম স্যান্ডুইচ রেসিপির সম্বন্ধে

শেষ পাতে একটু মিষ্টিমুখ

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • ডিনার পার্টি
  • ঠাণ্ডা।করা
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ১।বাটার ব্রেড/মিল্ক ব্রেড/চকলেট ব্রেড ৩পিস
  2. ২।ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ
  3. ৩।ড্রাই ফ্রুটস ২টেবিল চামচ
  4. ৪।চেরি (সাজানোর জন্য) ৪টে

নির্দেশাবলী

  1. ১।একটা ব্রেড নিয়ে ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম ও ড্রাই ফ্রুটস মোটা করে স্প্রেড করে দিতে হবে ।
  2. ২।তার ওপর আরেকটা ব্রেড রেখে চেপে দিয়ে সেটার ওপর ও ২স্কুপ আইসক্রিম ও ড্রাই ফ্রুটস স্প্রেড করতে হবে।
  3. ৩। এবার ৩নং ব্রেড টা ওর উপর চেপে দিয়ে ফয়েল পেপার মুড়ে বাটিতে করে ডীপ ফ্রীজ এ রাখতে হবে ১ ঘন্টা।
  4. ৪।১ঘন্টা পর বের করে কোণাকুনি মাঝ বরাবর কেটে স্যান্ডউইচ আকৃতি দিয়ে আবার ফয়েল মুড়ে ওভাবেই রাখতে হবে ৩-৪ ঘন্টা।
  5. ৫।৪ঘন্টা পর বের করে চেরি কেটে সাজিয়ে নাও।
  6. ৬।তারপর খাও চটজলদি সুস্বাদু dessert ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার