হোম / রেসিপি / স্প্রাউট চাট
খুব কম সময়ে বানানো স্বাস্থ্যকর ও মুখরোচক একটি খাবার। আসুন দেখে নিই এটা কিভাবে তৈরি হচ্ছে। কল বের হওয়া ছোলা, সবুজ মুগ,বরবটি,মটরশুঁটি একটি বোলে নিয়ে তার মধ্যে একে একে শসা,গাজর,টমেটো কুচি,পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, বিট লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি স্প্রাউট চাট।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন