হোম / রেসিপি / চকলেট ফাজ

Photo of Fudge by টিনা সাধুখাঁ at BetterButter
397
1
0.0(0)
0

চকলেট ফাজ

Feb-22-2019
টিনা সাধুখাঁ
5 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চকলেট ফাজ রেসিপির সম্বন্ধে

বাচ্চাদের খুব প্রিয় চকলেট ফাজ।

রেসিপি ট্যাগ

  • মাইক্রোওয়েভিং
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. মিল্ক চকলেট চিপস ১০০গ্রাম
  2. কনডেন্সড মিল্ক ২০০গ্রাম
  3. বাটার পেপার

নির্দেশাবলী

  1. মাইক্রোওয়েভ প্রফ বাটিতে সব উপকরণ দিলাম।
  2. মাইক্রোওয়েভ ওভেনে ২মি. হাইপাওয়ারে দিলাম।
  3. এবার মিশ্রণ টা সমানে ফেটাতে হবে।
  4. মিশ্রণটি খুব ঘন হয়ে গেলে একটি চারচৌক পাএে মাখন ব্রাশ করে তারউপর মাখন পেপার রেখে ঢেলে দিলাম।
  5. এবার ফ্রিজে রেখে দিলাম১২ঘ.
  6. ফ্রিজ থেকে বের করে বাটারপেপার তুলে নিয়ে পিস করলাম।
  7. তৈরি হল চকলেট ফাজ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার