হোম / রেসিপি / চোকো- ভ্যানিলা ফ্ল্যান স্যান্ডউইচ

Photo of choco- vanilla flan sandwich by Nilanjana Bhaumik at BetterButter
184
0
0.0(0)
0

চোকো- ভ্যানিলা ফ্ল্যান স্যান্ডউইচ

Feb-28-2019
Nilanjana Bhaumik
15 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
5 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চোকো- ভ্যানিলা ফ্ল্যান স্যান্ডউইচ রেসিপির সম্বন্ধে

ফ্ল্যান একটি ফিলিপিনো রেসিপি.

রেসিপি ট্যাগ

  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 5

  1. ডিম্ 3 টি
  2. কনডেন্সড মিল্ক 1/2 কাপ
  3. ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ
  4. ময়দা 1 কাপ
  5. গুঁড়ো চিনি 1/2 কাপ
  6. বেকিং পাউডার 1 চা চামচ
  7. দুধ 1 কাপ
  8. গলানো মাখন 1 টেবিল চামচ
  9. কোকা পাউডার 1 টেবিল চামচ
  10. কারমেল সিরাপ 2-3 টেবিল চামচ
  11. চকোলেট সিরাপ পরিমাণমতো

নির্দেশাবলী

  1. ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিতে হবে
  2. কুসুমের সাথে কনডেন্সড মিল্ক আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে
  3. কাপ কেক এর মোল্ড এ মেল্টেড বাটার ব্রাশ করে নিতে হবে
  4. 2 টেবিল চামচ করে কুসুমের মিক্স সব মোল্ড এ ঢেলে দিতে হবে
  5. মাইক্রোওয়েভ ওভেন এ 3 -4 মিনিট বেক করে নিতে হবে
  6. ময়দা, বেকিং পাউডার আর চিনি একসাথে চেলে নিতে হবে
  7. তারমধ্যে দুধ, মেল্টেড বাটার আর ডিমের সাদা অংশ দিয়ে একটা গোলা বানাতে হবে
  8. বেক করা কুসুমের ওপরে এই গোলা ঢেলে 5 মিনিট মাইক্রোওয়েভ ওভেন এ বেক করে নিতে হবে
  9. ঠান্ডা হলে মোল্ড থেকে বের করে অর্ধেক করে কেটে নিতে হবে
  10. ডিমের সাদা অংশের বাকি মিশ্রনে কোকা পাউডার মিশিয়ে নিতে হবে
  11. একই ভাবে চকলেট ফ্ল্যান বানিয়ে নিতে হবে
  12. চকলেট ফ্ল্যানগুলোকেও অর্ধেক করে কেটে নিতে হবে
  13. ভ্যানিলা ফ্ল্যান এর একটি পিস্ এর ওপর অল্প কারমেল সিরাপ দিতে হবে
  14. তার ওপর চকো ফ্ল্যান এর পিস্ দিয়ে ওপরে অল্প কারমেল সিরাপ দিতে হবে
  15. ওপরে ভ্যানিলা ফ্ল্যান এর ওপর একটি পিস্ রেখে দিতে হবে
  16. চকো - ভ্যানিলা ফ্ল্যান স্যান্ডউইচ চকোলেট সিরাপ দিয়ে পরিবেশন করতে হবে

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার