হোম / রেসিপি / স্পাইসি গ্ৰিন কুলার

Photo of Spicy Green Cooler by Swagata Banerjee at BetterButter
490
0
0.0(0)
0

স্পাইসি গ্ৰিন কুলার

Feb-28-2019
Swagata Banerjee
5 মিনিট
প্রস্তুতি সময়
5 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

স্পাইসি গ্ৰিন কুলার রেসিপির সম্বন্ধে

শশা ও পুদিনা পাতা দু'টোই গরমে ভীষণ আরামদায়ক। এই দু'টির সমন্বয়ে বানানো এই মকটেলটিকে আরও জমজমাট করতে ব‍্যাবহার করা হয়েছে কাঁচালঙ্কা। যেকোনো গরমের দিনের পার্টির জন্য এই স্পাইসি কুলার মকটেলটি ভীষনভাবে উপযুক্ত

রেসিপি ট্যাগ

  • ঠান্ডা পানীয়

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ছালসহ কুচোনো শশা - ১ টা
  2. কুচোনো পুদিনা পাতা - ১/৩ কাপ
  3. কাঁচালঙ্কা - ১ টা
  4. লেবুর রস - ২.৫ চা চামচ
  5. বিটনুন - ১/২ চা চামচ
  6. মধু - ১/২ চা চামচ

নির্দেশাবলী

  1. শশা, পুদিনা পাতা ও কাঁচালঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম
  2. পেস্টটা এবার ছেঁকে নিলাম
  3. এবার ছেঁকে নেওয়া তরলটার মধ্যে লেবুর রস মিশিয়ে নিলাম
  4. বিটনুন মিশিয়ে নিলাম
  5. মধু মিশিয়ে নিলাম
  6. এবার এতে ১/২ কাপ ঠান্ডা জল মিশিয়ে নিলাম
  7. এবার লম্বা কাঁচের গ্লাস নিয়ে তাতে কিছু বরফের টুকরো ঢেলে দিলাম
  8. এবার জল মিশিয়ে রাখা তরলটা আবার একটা ছাঁকনির সাহায্যে ধীরে ধীরে গ্লাসের মধ্যে ঢেলে দিলাম
  9. সবশেষে শশার টুকরো ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার