হোম / রেসিপি / Mice Sandesh with Milk Powder....

Photo of Mice Sandesh with Milk Powder.... by Mousumi Mandal at BetterButter
875
4
0.0(1)
0

Mice Sandesh with Milk Powder....

Feb-28-2019
Mousumi Mandal
10 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • মধ্যম
  • বাচ্চাদের রেসিপি
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. 1 কাপ মিল্ক পাউডার
  2. 3 চামচ মিল্ক মেইড
  3. 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট
  4. 2 চামচ চকলেট সিরাপ
  5. কাঁচা নুডলস (3/4 টে অংশ)
  6. 5/6 টা অরিও বিস্কিট

নির্দেশাবলী

  1. 1 কাপ মিল্ক পাউডার ও 3 চামচ মতো মিল্কমেইড নিয়েছি।
  2. মিল্ক পাউডার ও মিল্কমেইড দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। ডো টা একটু শক্ত করতে হবে।
  3. ডো থেকে 3 টে মতো মাইস সন্দেশ গড়ে নিয়েছি। যেমন টা নিচের ছবিতে দেখছেন।
  4. ডো থেকে আরও একটু অংশ নিয়ে মাইসের কান,চোখ ও মুখ বানিয়ে নিয়েছি।
  5. ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। তাতে মাইস সন্দেশ গুলোকে কোট করে নিয়েছি।
  6. যেমন টা নিচের ছবিতে দেখছেন।
  7. 2 চামচ মতো চকলেট সিরাপ নিয়েছি।
  8. আগে থেকে বানিয়ে রাখা মাইস গুলোর মুখের সামনে কিছুটা অংশ চকলেট সিরাপ মাখিয়ে নিয়েছি।
  9. মাইসের লেজের জন্য কাঁচা নুডলসের কিছু অংশ নিয়েছি ,যেটি চকলেট সিরাপ মাখিয়ে নিয়েছি।
  10. সন্দেশের ডো থেকে বানিয়ে রাখা চোখ,কান,মুখ এবং নুডুলস দিয়ে বানানো লেজ মাইসের নির্দিষ্ট অংশে লাগিয়ে নিয়েছি
  11. অরিও বিস্কিট নিয়েছি। বিস্কিট গুঁড়ো করে মাটি বানিয়ে নিয়েছি যার উপর মাইস সন্দেশ গুলোকে রাখবো।
  12. তাহলেই '''মাইস সন্দেশ''' তৈরি।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Mahek Naaz
Mar-01-2019
Mahek Naaz   Mar-01-2019

Darun

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার