হোম / রেসিপি / অ্যাপেল এন্ড চিজ তাপাস
তাপাস স্পেনের সেই সমস্ত অ্যাপেটাইজার রেসিপিগুলিকে বলা হয় যেগুলি ছোট ছোট মাপে পরিবেশন করা হয় এবং খুব কম সময়ে তৈরী হয়ে যায়। এই তাপাস প্ল্যাটার নোনতা এবং মিষ্টি সবধরনেরই হয়ে থাকে। সেরকমই একটি সুন্দর তাপাস রেসিপি হলো এই অ্যাপেল এন্ড চিজ তাপাস যা যেকোনো ছোটখাটো সন্ধ্যের পার্টিতে জন্য খুবই উপযুক্ত
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন