হোম / রেসিপি / ঘরে তৈরি লাল মিস্টি দই

Photo of Home made sweet  red curd by টিনা সাধুখাঁ at BetterButter
970
2
0.0(0)
0

ঘরে তৈরি লাল মিস্টি দই

Mar-03-2019
টিনা সাধুখাঁ
5 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ঘরে তৈরি লাল মিস্টি দই রেসিপির সম্বন্ধে

লাল মিস্টি দই সবার খুব প্রিয়।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. চিনি ২০০গ্রাম
  2. টক দই৩টে চা
  3. দুধ১/২ লি.

নির্দেশাবলী

  1. টক দই ছাকনি তে রেখে জল ঝরিয়ে নিতে হবে।
  2. দুধ একটু ঘন করে নিতে হবে।
  3. কেরামেল করে নিতে হবে।
  4. দুধে কেরামেল মেশানো হল।
  5. কেরামেল মিশ্রত দুধ ঠান্ডা হলে জলঝরান টক দই মেশানো হল।
  6. ওভেন প্রুফ বাটিতে ঢেলে নেওয়া হল।
  7. ওভেনের ট্রে তে ২কাপ জল দেওয়া হল ও বাটির উপর ফয়েল ঢাকা দিয়ে ট্রের উপর রেখে দেওয়া হল।
  8. ওভেনে র সময় দেওয়া হল ১৮০ডি. সে ২০ মি
  9. তৈরি দই।
  10. ঠান্ডা হলে ফ্রিজে রাখা হল।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার