হোম / রেসিপি / চিজি স্টাফড ব্রেড

Photo of Cheesy stuffed bread by Sudeshna Mondal at BetterButter
285
0
0.0(0)
0

চিজি স্টাফড ব্রেড

Mar-31-2019
Sudeshna Mondal
15 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিজি স্টাফড ব্রেড রেসিপির সম্বন্ধে

একটি স্বাস্থ্যকর খাবার এবং খুব অল্প সময়ে তৈরী হয়ে যায়।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • টিফিন রেসিপি
  • বেকিং
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. চিকেন ২০০ গ্ৰাম
  2. হটডগ ব্রেড ২ টি
  3. পালং পাতা ২০-২৫ টি
  4. জল ঝরানো ছানা ১০০ গ্ৰাম
  5. রসুন পাউডার ১ চামচ
  6. গোলমরিচগুঁড়ো ১/২ চামচ
  7. নুন ১/২ চামচ
  8. মোজারেলা চিজ ১/২ কাপ
  9. বাটার ২ টেবিলচামচ
  10. রসুনকুচি ১/২ চামচ
  11. ধনেপাতাকুচি ১ চামচ

নির্দেশাবলী

  1. হটডগ ব্রেড অথবা এইরকম লম্বাজাতীয় ব্রেড নিতে হবে।
  2. এইভাবে কেটে নিতে হবে।
  3. ছুরির সাহায্যে ভিতর থেকে যতটা সম্ভব রুটি বের করে নিতে হবে।
  4. চিকেন সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। পালংশাক গরম জলে ৫ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে ছোটো করে কেটে নিতে হবে। ছানা অল্প নুন দিয়ে মিক্সারে ভালো করে ফেটিয়ে নিতে হবে।একদম ক্রিমের মতো হবে।
  5. একটি বাটিতে চিকেন,শাক,দৈ,রসুন পাউডার,গোলমরিচগুঁড়ো,নুন দিতে হবে।
  6. এরপর মোজারেলা চিজ দিতে হবে।
  7. ভালো করে মিশিয়ে নিতে হবে।
  8. এবার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে ব্রেডের ভিতরে ভরতে হবে।
  9. এবার প্রতিটি ব্রেডকে মাঝখান থেকে কেটে নিতে হবে।
  10. একটি বাটিতে বাটার,রসুনকুচি ও ধনেপাতাকুচি দিয়ে ১ মিনিট গরম করে নিতে হবে।
  11. এবার একটি বেকিং ট্রে তে অ্যালুমিনিয়াম পেপার বিছিয়ে ব্রেডগুলো সাজিয়ে দিতে হবে।
  12. এবার উপর থেকে বাটারের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিতে হবে।
  13. এবার মুড়ে দিতে হবে।
  14. ১৮০ ডিগ্ৰী প্রিহিট করা ওভেন এ ১০ মিনিট বেক করতে হবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার