হোম / রেসিপি / Prawn curry made in green coconut called "Dab Chingri"

Photo of Prawn curry made in green coconut called "Dab Chingri" by Rickta Dutta at BetterButter
1103
15
0.0(5)
0

Prawn curry made in green coconut called "Dab Chingri"

Feb-16-2018
Rickta Dutta
35 মিনিট
প্রস্তুতি সময়
42 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Prawn curry made in green coconut called "Dab Chingri" রেসিপির সম্বন্ধে

ডাব চিংড়ি সাধারনত ভাতের সাথে খাওয়া হয়। বাংলার অনেক পুরনো রান্না, ভাতে ডাবের জল আর শাঁস এর এক অসাধারন মেলবন্ধন উপস্থিত।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • উৎসব
  • পশ্চিমবঙ্গ
  • ভাজা ভাজা
  • বেকিং
  • ভাপে রাঁধা
  • মাইক্রোওয়েভিং
  • ভাজা
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. চিংড়ী মাছ ২৫০ গ্রাম
  2. কাঁচা লকাঁ বাটা ১ চামচ
  3. ২ টেবিল চামচ সাদা সরষে বাটা
  4. পাতিলেবুর রস ১ চামচ
  5. ১ চামচ হলুদ গুড়ো
  6. ১/২ চামচ  পোস্ত বাটা
  7. ২ টেবিল চামচ কচি ডাবের সাঁস বাটা
  8. ১ কাপ ডাবের জল
  9. ২ কাপ সরষের তেল
  10. নুন,মিষ্টি স্বাদ মতোন।
  11. দুটো ডাব
  12. একটা ডাব এমন ভাবে কাটতে হবে যাতে সেটি বসানো যায়, আর তার ভিতরে শাস থাকে।

নির্দেশাবলী

  1. মাছ পরিষ্কার করে ধুয়ে নুন, লেবুর রস ও হলুদ গুড়ো দিয়ে মেখে রাখতে হবে। এবার একটা প্যান গরম হলে ওতে মাছ হাল্কা করে ভেজে তুলে রাখুন।
  2. এবার একটা পাত্রে ভাজা মাছ,পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, ডাবের সাঁস বাটা, সাদা সরষে বাটা,ডাবের জল, সরষের তেল ভালো করে মিশিয়ে নিন।
  3. স্বাদ মতন নুন মিষ্টি দিন। এবার ওই কেটে রাখা ডাবের ভিতরে মশলা মাখনো মাছ ভরে ডাবের ঢাকা আটকে দিন।
  4. মাইক্রোওভেন এ ১০০% (হাই) তে ২৫ মিনিট রান্না করে গরম গরম পরিবেশন করুন ডাব চিংড়ী।
  5. যারা মাইক্রো ওভেন ব্যবহার করবেননা তারা একটা হঁাড়ি তে নুন দিয়ে তার উপর একটা বাটি বসিয়ে ঢাকা দিয়ে গ্যাস জালিয়ে রাখবেন, ১০ মিনিট পরে ওই বাটি তে ডাব বসিয়ে ঢাকা আটকে ৩০-৩৫ মিনিট রান্না করে নেবেন।
  6. একটা ডাব এমন ভাবে কাটতে হবে যাতে সেটি বসানো যায়, আর তার ভিতরে স্বাস থাকে,আমি দুটো ডাব ব্যবহার করেছি।

রিভিউ (5)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
DEBJANI PAUL
Feb-04-2020
DEBJANI PAUL   Feb-04-2020

একটা ডাবের শাঁস নিতে হবে আর একটা ডাবে রান্না করতে হবে??

UMA PANDIT
Feb-20-2018
UMA PANDIT   Feb-20-2018

রেসিপি টা খুব সুন্দর

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার