হোম / রেসিপি / চকোলেট ফিরনি

Photo of Chocolate phirni by Uma Sarkar at BetterButter
591
4
0.0(0)
0

চকোলেট ফিরনি

Feb-18-2018
Uma Sarkar
10 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
6 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চকোলেট ফিরনি রেসিপির সম্বন্ধে

চকোলেট নিজেই লোভনীয় । সবাই ভালোবাসে । ফিরনির সাথে চকোলেট মিশিয়ে একটা টুইস্ট(twist) দিয়েছি।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • বাচ্চাদের জন্মদিন
  • ফিউশন
  • ফোটানো
  • ডেজার্ট
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 6

  1. দুধ - 500ml
  2. চাল - 1 টেবিল চামচ
  3. কুকিং চকোলেট - 100gm
  4. মিল্ক পাউডার - 2 টেবিল চামচ
  5. চিনি- 2 টেবিল চামচ
  6. সাদা চকোলেট চিপস্ - 1 টেবিল চামচ
  7. পেস্তা কুচি- 1 টেবিল চামচ
  8. চকোলেট এসেন্স - 4-5 ফোটা

নির্দেশাবলী

  1. চাল ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখুন।
  2. এরপর ভালো করে নিতে বেটে করতে হবে।
  3. দুধ ফোটাতে হবে । এরপর চাল বাটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে ।যাতে কোনো লামপ / দানা না হয় ।
  4. ঘন হয়ে এলে এর মধ্যে গুঁড়ো দুধ ও চিনি মেশাতে হবে।
  5. কুকিং চকোলেট কে ডাবল বয়লার এ গলিয়ে নিতে হবে ও ফিরনিতে মিশিয়ে দিতে হবে।
  6. এরপর চালনি দিয়ে চেলে নিয়ে পেস্তা কুচি মেশাতে হবে।
  7. এরপর চকোলেট এসেন্স মিশিয়ে ছোট ছোট বাটিতে ঢেলে ঠান্ডা করতে হবে ।
  8. ঠান্ডা পরিবেশন করবার আগে সাদা চকোলেট চিপস্ ছড়িয়ে দিতে হবে ।
  9. চটপট তৈরি হয়ে গেল ফিউশন ফিরনি ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার