হোম / রেসিপি / কলা প্যানকেক টাওয়ার চোকো গানাস টপিং এর সঙ্গে

Photo of Banana pancakes tower with choco ganache topping by Aparajita Dutta at BetterButter
410
5
0.0(0)
0

কলা প্যানকেক টাওয়ার চোকো গানাস টপিং এর সঙ্গে

Feb-25-2018
Aparajita Dutta
10 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
5 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

কলা প্যানকেক টাওয়ার চোকো গানাস টপিং এর সঙ্গে রেসিপির সম্বন্ধে

সারা বিশ্বে প্যানকেক খাওয়ার প্রচলন আছে। এটা মিষ্টি ও নোনতা দুরকম হয়। আজ আমি বানিয়েছি মিষ্টি প্যানকেক যেটা স্বাস্থ্যকর ও সুস্বাদু।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • কিটি পার্টি
  • ইউরোপীয়ান
  • অল্প তেলে ভাজা
  • প্যান ফ্রাই
  • ঢিমে আঁচে রান্না
  • ফেটানো
  • মিশ্রণ
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 5

  1. ময়দা ১ কাপ
  2. দুধ ৩ টেবিল চামচ
  3. মধু ১ টেবিল চামচ
  4. চিনি পাউডার আধ কাপ
  5. একটা কলা চটকানো
  6. বেকিং সোডা আধা চা চামচ
  7. জল ২ টেবিল চামচ
  8. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
  9. :গানাস র জন্য:
  10. সাদা (হোয়াইট) কম্পউন্ড চকোলেট আধা কাপ
  11. ফেটানো (হুইপ) ক্রিম আধ কাপ
  12. খাবার রং প্রয়োজন মতো
  13. সাজানোর জন্য স্প্রিংকল
  14. ভাজার জন্য সাদা তেল

নির্দেশাবলী

  1. কলা ও চিনি মিশিয়ে নিন।
  2. এবার ময়দা, মধু, দুধ, ভ্যানিলা যোগ করুন।
  3. একটা পাত্রে বেকিং সোডা ও জল নিন।
  4. এটা ময়দা র মিশ্রণ এ মেশান।
  5. ১৫ মিনিট রাখুন।
  6. নন স্টিক পান এ কম তেল নিন।
  7. এক হাতা মিশ্রণ ঢালুন।
  8. উপর এ বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করুন।
  9. এরপর উল্টে দিন।
  10. কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
  11. চকোলেট ছোট ছোট কেটে নিন।
  12. ক্রিম গরম করে এতে ঢালুন।
  13. পুরো চকোলেট গোলে গেলে তিন ভাগে ভাগ করুন।
  14. আলাদা আলদা রং করুন।
  15. প্যানকেকগুলো টাওয়ার র মতো সাজান।
  16. উপর দিয়ে চকোলেট ক্রিম মিশ্রণ ঢালুন।
  17. স্প্রিংকল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার