হোম / রেসিপি / চকলেট পপস

Photo of Chocolate Pops by Mousumi Roy at BetterButter
405
3
0.0(0)
0

চকলেট পপস

Feb-25-2018
Mousumi Roy
10 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চকলেট পপস রেসিপির সম্বন্ধে

এটি সম্পূর্ন একটি বাচ্চাদের রেসিপি । ছোটদের চকোলেটের থেকে প্রিয় খাবার মনে হয় আর কিছু নেই । তাই ছোটদের জন্য আমার এই রেসিপি ।

রেসিপি ট্যাগ

  • শিশুদের রেসিপি
  • সহজ
  • ঠান্ডা করা
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ১. মেরি বিস্কুট -10 পিস
  2. ২. মাখন -২চামচ
  3. ৩. কনডেন্স মিল্ক -2চামচ
  4. ৪.দুধ - ৩ চামচ
  5. ৫. চকলেট বার -১০ গ্রাম
  6. ৬. এডিবেল স্প্রিনকেল - ইচ্ছে অনুযায়ী
  7. ৭.কোকো পাউডার -২চামচ

নির্দেশাবলী

  1. ১.প্রথমে বিস্কুট গুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে ।
  2. ২এবার একটা বড় বোলে এই গুঁড়ো বিস্কুট , কনডেন্স মিল্ক , কোকো পাউডার , বাটার ভালো করে মিশিয়ে নিতে হবে ।
  3. ৩.এবার এতে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ।
  4. ৪.১০মিনিটের জন্য ডোটা ঢেকে রাখতে হবে ।
  5. ৫.এই সময়ে একটা মাইক্রোওভেন প্রুফ বোলে চকলেট বার দিয়ে চকলেট গলিয়ে নিতে হবে।
  6. ৬.এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে বলের আকারে গড়ে নিতে হবে ।
  7. ৭. এই বল গুলোতে টুথপিক বা স্কিউয়ার ঢুকিয়ে চকলেটে ডিপ করে উপরে ইচ্ছে মতো স্প্রিন্কেল ছড়িয়ে দিতে হবে ।
  8. ৮.এবার ১০মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিতে হবে ।
  9. ৯.চকলেট পপস একদম তৈরী।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার