Open in app

পমফ্রেট ফ্রাই

1পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  60 min
রান্নার সময়  30 min
পরিবেশন করা  6 people
Moumita Saha2nd Mar 2018

pomfret fry সম্বন্ধে

Ingredients to make pomfret fry in bengali

 • ৬ টা পমফ্রেট মাছ
 • ১ টেবিল চামচ লেবুর রস
 • ১ মাঝারি সাইজ এর পেয়াজ
 • ২চা চামচ রসুন বাটা
 • আদা বাটা ২চা চামচ
 • ২টো কাঁচা লংকা বাটা
 • ১চা চামচ লংকা গুড়ো
 • ১টেবিল চামচ সাদা তেল
 • ৩টেবিল চামচ মাখন
 • জিরে আর ধনে চাটুতে নেরে গুড়ো দেড় চা চামচ।
 • তন্দুরী মশলা ১চা চামচ
 • জল ঝড়নো দই ৩ টেবিল চামচ
 • লবণ পরিমাণ মতো

How to make pomfret fry in bengali

 1. মাছ গুলো ধুয়ে লেবুর রস মাখিয়ে রাখতে হবে।
 2. এরপর মাছে দই, জিরে -ধনে গুড়ো, তন্দুরী মশলা,তেল,লবণ, আদা-রসুন বাটা, পেয়াজ এর রস সব কিছু দিয়ে মাছ টা মাখিয়ে নিতে হবে।
 3. এবার এই সব উপকরণ মাখানো মাছ গুলো ১ঘন্টা রেখে দিতে হবে।
 4. ১ঘন্টা পর ননস্টিক প্যান এ মাখন দিয়ে মাছ গুলো ২পিঠ ভেজে নিলে ই তৈরী পমফ্রেট ফ্রাই।

Reviews for pomfret fry in bengali (1)

Sheetal Sharma9 months ago

nice

Recipes similar to pomfret fry in bengali

 • ফিশ ফ্রাই

  10 likes
 • লটে ফ্রাই

  9 likes
 • ফিস ফ্রাই

  4 likes
 • ফিস ফ্রাই

  7 likes
 • ফিশ ফ্রাই

  5 likes
 • ফিশ ফ্রাই

  6 likes