হোম / রেসিপি / Bread Swiss roll

Photo of Bread Swiss roll by Rana Sen at BetterButter
764
21
0.0(6)
0

Bread Swiss roll

Mar-16-2018
Rana Sen
15 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Bread Swiss roll রেসিপির সম্বন্ধে

ব্রেড বাচ্চাদের দের উপযুক্ত টিফিন, কিন্তু এই ব্রেড টা যদি একটু অন্যরকমভাবে তাদের কে দেওয়া হয়!!!! রান্নার ও একঘেয়েমি ভাব কাটবে আর আপনার সোনার ও পেট ভরবে। এই রেসিপি তে আমি বানিয়েছি সাধারণ জ্যাম আর ব্রেড দিয়ে সুইস রোল।

রেসিপি ট্যাগ

  • প্রতিদিন
  • ঠান্ডা করা
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. স্লাইস করা পাউরুটি ২ পিস ( বড়ো সাইজ এর)
  2. চিনি ২ টেবিল চামচ
  3. পাতি লেবুর রস ২ টেবিল চামচ
  4. জল আধ কাপ
  5. কর্ণ ফ্লাওয়ার ১ চা চামচ(সামান‍্য জল কর্নফ্লায়ার গোলার জন্য ২ টেবিল চামচ )
  6. হলুদ ফুড কালার সামান‍্য‍
  7. শুকনো ব্লু বেরী ১ টেবিল চামচ

নির্দেশাবলী

  1. পাউরুটি চার পাশটা কেটে বাদ দিন।
  2. হালকা হাতে বেলনী দিয়ে বেলে নিন পাউরুটি স্লাইস টা।
  3. স্লাইস পাউরুটির নিচে একটা অয়েলি পেপার বা বাটার পেপার দিয়ে রোল এর মতো করে মুরে রেখেদিন মিনিট ৫।
  4. এর পর একটা সসপ্যান এ আধ কাপ জল এ চিনি দিয়ে ফোটান। তার পর গ্যাস টা আস্তে করে, পাতি লেবুর রস টা ওই জল এ দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন , এর পর কর্ন ফ্লাওয়ার র সামান‍্য জল একসাথে গুলে ওই ফোটানো জল টির সাথে মিলিয়ে নাড়তে থাকুন দেখবেন আস্তে আস্তে মিশ্রণ টি মোটা হয়ে আসছে তার পর হলুদ ফুড কালার মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষন ঠান্ডা হতে দিন।
  5. এবার মোড়ানো স্লাইস পাউরুটি টা বাটার পেপার থেকে খুলে ওপরে ওই জেলী এর মত মিশ্রণ টি পাউরুটির ওপরে লাগান
  6. আবার রোল করে ডিপফ্রিজে ৫ থেকে ৭ মিনিটস রেখে দিন।
  7. এবার ফ্রিজ থেকে বার করে স্লাইস করে শুকনো ব্লু বেরী ওপরে ছড়িয়ে প্লেটে সাজিয়ে দিন । তার পর দেখুন মিনিট এর মধ্যে প্লেটে খালি। এতে আমি একটু ডেকোরেশন করেছি প্লেট টা। ডেকোরেশন টা সম্পূর্ণ নিজের ব্যাপার। আপনি চাইলে অন্য রকম করে ও সাজাতে পারেন

রিভিউ (6)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Jayashree Mallick
Jun-23-2018
Jayashree Mallick   Jun-23-2018

Innovatie ,:ok_hand:

সুসমিতা ঘোষ
Jun-23-2018
সুসমিতা ঘোষ   Jun-23-2018

Darun

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার