হোম / রেসিপি / Sabu Dana fruits Custer

Photo of Sabu Dana fruits Custer by শংকরী পাঠক at BetterButter
696
17
0.0(3)
0

Sabu Dana fruits Custer

Mar-18-2018
শংকরী পাঠক
120 মিনিট
প্রস্তুতি সময়
45 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Sabu Dana fruits Custer রেসিপির সম্বন্ধে

সাবু দানা ফ্রুটস কাস্টার্ড এটি একটি থাইল্যান্ড এর খাবার। আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি মাত্র। এই খাবার টা সুস্বাদু ওস্বাস্থ্যকর। ফিউশন রেসিপি। খেতে খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বরো সকলেই পছন্দ করবে এই খাবার টা।

রেসিপি ট্যাগ

  • বাচ্চাদের রেসিপি
  • ফিউশন
  • ঠান্ডা করা
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. বড়ো দানার সাবু 100 গ্রাম
  2. চিনি 200গ্রাম
  3. দুধ 1 লিটার
  4. নারকেলের দুধ 1 কাপ
  5. ভ্যানিলা এসেন্স 1 চা চামচ
  6. কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ(ভ্যানিলা ফ্লেভার)
  7. ফল ইচ্ছা মতো। আমি দুই রকম আঙুর, কলা, চেরি, নারকেল কুচি নিয়েছি

নির্দেশাবলী

  1. সাবু দানা 2 ঘন্টা ভিজিয়ে রাখুন। যেন নরম হয়ে যায়।
  2. একটি পাত্রে হাফ লিটার দুধ জাল দিন। দুধ ফুটে উঠলে সাবু দানা যোগ করুন।
  3. ক্রমাগত নাড়তে থাকুন।সাবু দানা একটু সেদ্ধ হলে নারকেলের দুধ দিয়ে ফোটান আরো 5 মিনিট।
  4. সাবু দানা সেদ্ধ হলে চিনি দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
  5. ভ্যানিলা এসেন্স দিয়ে ঠান্ডা হতে দিন।
  6. অন্য পাত্রে হাফ লিটার দুধ ঘন করে 100 গ্রাম চিনি দিয়ে ফোটান‌।
  7. এক চামচ ঠান্ডা দুধে ভ্যানিলা কাস্টার্ড পাউডার গুলে দুধে ঢেলে দিন আস্তে আস্তে। যেন দানা বেঁধে না যায়।
  8. ক্রমাগত নাড়তে থাকুন। 2 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলে ঘন হয়ে যাবে তৈরি ভ্যানিলা কাস্টার্ড।
  9. ভ্যানিলা কাস্টার্ড ঠান্ডা হতে দিন।
  10. এবার পরিবেশন করার পাত্রে একেবারে নিচে ফলের কুচি দিন।
  11. তার উপরে সাবু দানা কাস্টার্ড দিন।
  12. তার উপরে ভ্যানিলা কাস্টার্ড দিন ।
  13. একেবারে উপরে কুচানো ফল দিন। এই ভাবে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিন।
  14. রেডি সাবু দানা ফ্রুটস কাস্টার্ড। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

রিভিউ (3)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Nandini Dey
Mar-18-2018
Nandini Dey   Mar-18-2018

daruuuun.bes onnorakam

Partha Chakraborty
Mar-18-2018
Partha Chakraborty   Mar-18-2018

Bapok lagbe khete

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার