হোম / রেসিপি / orange ice cream

Photo of orange ice cream by Anupama Paul at BetterButter
1069
14
0.0(1)
0

orange ice cream

Mar-21-2018
Anupama Paul
20 মিনিট
প্রস্তুতি সময়
25 মিনিট
রান্নার সময়
10 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

orange ice cream রেসিপির সম্বন্ধে

বাচ্চাদের ফল খাওয়ানো কম ঝক্কি নয়। আমি নিজেও ছোটবেলায় ফল দেখলেই সেখান থেকে শত ডজন দূর পালতাম। কিন্তু ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। তাই ভাবলাম যদি বাচ্চাদের একটু অন্যরকম ভাবে ফল খাওয়ানো যায়। বাচ্চারা এমনিতেই আইস ক্রিম দেখলে বায়নাক্কা জুড়ে দেয়। তাই তাদের কথা মাথায় রেখে আজ অরেঞ্জ আইস ক্রিম বানালাম। কিন্তু বাইরের কেনা আইস ক্রিমের থেকে যদি বাড়িতে বানিয়ে দেওয়া যায় তাহলে তাদের স্বাস্থ্য বজায় থাকবে আবার এই ফাঁকে টুক করে ফল খাওয়ানোও হয়ে যাবে। তাই মাঝে মধ্যেই কমলা লেবুর আইস ক্রিম অবশ্যই বানিয়ে দিন, তারা মন ভরে এই অপূর্ব স্বাদের মজা নেবে আর খুশিতে ভরে উঠবে। আর বাচ্চারা তৃপ্তি পেলে আপনার মন ও তৃপ্ত হবে।

রেসিপি ট্যাগ

  • শিশুদের রেসিপি
  • মধ্যম
  • ফেটানো
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 10

  1. 10টি কমলা লেবু
  2. 250মিলিগ্রাম হুইপড ক্রিম
  3. 200মিলিগ্রাম ফ্রেস ক্রিম
  4. 1/4 কাপ গুঁড়ো চিনি
  5. 1/2 চা চামচ লেমন জেস্ট
  6. 1/2 চা চামচ অরেজ্ঞ জেস্ট
  7. 1 চা চামচ পাতিলেবুর রস
  8. 2-3 টি কমলা লেবুর রস

নির্দেশাবলী

  1. প্রথমে সবকটা কমলা লেবুর ভিতর থেকে শাঁস বার করে নিতে হবে।
  2. এরপর 2-3 কমলা লেবুর রস বার করে নিতে হবে।
  3. তারপর হুইপড ক্রিম,ফ্রেস ক্রিম আর গুঁড়ো চিনি একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
  4. এরপর ওর মধ্যে কমলা লেবুর রস,অরেজ্ঞ জেস্ট,লেমন জেস্ট,পাতিলেবুর রস সব একসাথে মিশিয়ে নিতে হবে।
  5. এরপর মিশ্রনটা কমলা লেবুর খোলার মধ্যে ভরে সারারাত ফ্রিজে রেখে দিলেই তৈরী কমলা লেবুর আইস ক্রিম।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Shipra Kundu
Mar-24-2018
Shipra Kundu   Mar-24-2018

বাহ!

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার