এগ ফ্রাইড নুডলস
প্র সময় 5 min
রান্নার সময় 10 min
পরিবেশন করা 2 people
Priyanka Barua Chakraborty21st Mar 2018
Egg Fried Noodles সম্বন্ধে
Ingredients to make Egg Fried Noodles in bengali
- নুডলস - ২ প্যাকেট
- ডিম - ২ টো
- পেয়াজ কুচি - ১ টা ছোটো
- লংকা কুচি - ২ টো
- নুন স্বাদ মত
- সাদা তেল পরিমান মত
How to make Egg Fried Noodles in bengali
- ফ্রায়িং প্যানে সাদা তেল দিয়ে ডিম এ নুন দিয়ে ফেটিয়ে ফ্রাই করতে হবে।
- ডিম ফ্রাই হলে পেয়াজ কুচি, লংকা কুচি দিতে হবে।
- অন্য বাটিতে নুডলস সিদ্ধ করতে হবে।
- তারপর সিদ্ধ নুডলস আর নুডলস এর মশলা দিয়ে ফ্রাই করতে হবে।
- গরম গরম সস এর সাথে পরিবেশন করুন।