হোম / রেসিপি / কাপ ব্রেড পুডিং

Photo of Cup Bread Pudding by Arica Halder at BetterButter
317
9
0.0(0)
0

কাপ ব্রেড পুডিং

Mar-22-2018
Arica Halder
15 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

কাপ ব্রেড পুডিং রেসিপির সম্বন্ধে

সাধারন পুডিং এর মতোই এটা। তফাৎ হল একটাই যে এটি কাপ কেক ছাঁচে করা। বাচ্চাদের কাছে আরও আকর্ষনীয় করার জন্য এই প্রচেষ্টা।

রেসিপি ট্যাগ

  • শিশুদের রেসিপি
  • আমিষ
  • মধ্যম
  • পশ্চিমবঙ্গ
  • মাইক্রোওয়েভিং
  • এপেটাইজার
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. দুধ-1/2লিটার
  2. ব্রাউন ব্রেড-4টি
  3. চিনি-1কাপ
  4. ডিম-3টি
  5. দারুচিনির গুঁড়ো-1/2চামচ
  6. ভ্যানিলা এসেন্স-1/2চামচ
  7. নুন-এক চিমটি
  8. মাখন-1কিউব
  9. গাজর-1/2টি

নির্দেশাবলী

  1. একটি বাটিতে সমস্ত উপকরন একসাথে নিয়ে ভালভাবে মেশাতে হবে পাউরুটি ছাড়া।
  2. কাপ কেক মোল্ড গুলোতে বাটার স্প্রে করে পাউরুটি ছোট ছোট করে কেটে দিতে হবে। তার ওপর এই মিশ্রনটা ঢেলে দিতে হবে।
  3. ওপরে একটু গাজর গ্রেট করে দিতে হবে।
  4. মাইক্রো ওভেন প্রি হিট করে নিতে হবে 18০ 5মিনিট।
  5. তারপর এই ছাঁচে( মোল্ড) গুলো ওভেনে ঢুকিয়ে দিতে হবে। 20-30মিনিট সময় লাগবে। তারপর এটা তঋ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার