হোম / রেসিপি / আপেলের জিলিপি

Photo of Apple er jilipi by Shampa Das at BetterButter
711
10
0.0(0)
0

আপেলের জিলিপি

Mar-22-2018
Shampa Das
30 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

আপেলের জিলিপি রেসিপির সম্বন্ধে

অনেক বাড়িতেই এমন লক্ষী বাচ্চা আছে যারা ফল দেখলেই দৌড়ে পালায় । এই সহজ জিলিপিটা ওদের বানিয়ে দাও । দেখো আর ওদের পিছনে ফলের প্লেট নিয়ে ছোটাছুটি করতে হবে না।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. * 2 টি মাঝারি সাইজের আপেল
  2. * 3/4 কাপ ময়দা
  3. * 1 টেবিল চামচ সুজি
  4. * 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  5. * 1 কাপ চিনি
  6. * 2 টেবিল চামচ চিনির গুঁড়ো
  7. * 1/4 চা চামচ বেকিং পাউডার
  8. * 1/4 চা চামচ বেকিং সোডা
  9. * 2 কাপ জল
  10. * অল্প ফুড কালার ( ঐচ্ছিক )
  11. * গোলাপজল কয়েক ফোঁটা
  12. * ভাজার জন্য তেল

নির্দেশাবলী

  1. * আপেল একটু মোটা স্লাইস করে কেটে মাঝখানে ফুটো করে দানা বের করে নিতে হবে ।
  2. * একটা পাত্রে ময়দা , কর্নফ্লাওয়ার , সুজি , বেকিং পাউডার ও বেকিং সোডা , চিনি ও পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে ।
  3. * 1 কাপ চিনি ও 2 কাপ জল দিয়ে এক তারের সিরা তৈরি করে নিতে হবে , এর মধ্যে গোলাপজল ও ফুড কালার ( ঐচ্ছিক ) দিতে হবে
  4. * কড়াইতে তেল গরম করতে দিতে হবে ।
  5. * আপেলের স্লাইস ময়দার মিশ্রণ এ ডুবিয়ে তেলে ছাড়তে হবে ।
  6. * ভাজা জিলিপি তুলে টিসু পেপারে রাখতে হবে যাতে অতিরিক্ত তেল না থাকে ।
  7. * এবার এক এক করে সব জিলিপিগুলো চিনির সিরায় দিয়েই তুলে নিতে হবে ।
  8. * সিরা থেকে তুলে সাজিয়ে পরিবেশন করতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার