হোম / রেসিপি / গার্লিক ব্রেড পিৎজা

Photo of Garlic Bread Pizza by Aparna Das at BetterButter
329
7
0.0(0)
0

গার্লিক ব্রেড পিৎজা

Mar-22-2018
Aparna Das
20 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

গার্লিক ব্রেড পিৎজা রেসিপির সম্বন্ধে

পিৎজা বেস এর বদলে গোলাকার গার্লিক ব্রেড কে পিৎজা টপিংস দিয়ে সাজিয়ে বানিয়ে ফেলুন এই পিৎজা।চটজলদি বানিয়ে ফেলা যায় এই পিৎজা আর খেতে দারুণ লাগে।বাচ্চাদের খুবই পছন্দের খাবার এই পিৎজা।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • প্রতিদিন
  • ফিউশন
  • গ্রিলিং
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. রাউন্ড গার্লিক ব্রেড 8 পিস
  2. কোড়ানো মোজরেলা চিজ 50 গ্রাম
  3. আমুল স্প্রেড চিজ 2 টেবিল চামচ
  4. পিয়াজ কুচি 1 টি বড়
  5. টমেটো কুচি 1 টি বড়
  6. ক‍্যাপসিকাম কুচি 1 টি বড়
  7. সুইট কর্ন 2 টেবিল চামচ
  8. বোনলেস চিকেন কিমা 100 গ্রাম
  9. অরিগ‍্যানো 1/2 চা চামচ
  10. চিলি ফ্লেক্স 1/2 চা চামচ
  11. টমেটো সস্ 2 টেবিল চামচ

নির্দেশাবলী

  1. প্রথম এ গার্লিক ব্রেডগুলো কে তাওয়ায় করে ভালো করে সেকে একপিঠে চিজ স্প্রেড লাগিয়ে নিতে হবে।
  2. চিকেন কিমা নুন ,চিলিফ্লেক্স আর সামান্য বাটার দিয়ে হালকা করে ভেজে নিন।
  3. এরপর গার্লিক ব্রেড গুলোর উপর সমস্ত টপিংস যেমন চিকেন কিমা, টমেটো, পিয়াজ, ক‍্যাপসিকাম আর সুইট কর্ন অল্প অল্প করে রেখে সাজান।
  4. এবার ব্রেড গুলিকে মাইক্রোওয়েভেয় ওয়‍্যার র‍্যাকের উপর রেখে গ্রীল অপসনে 10 মিনিট গ্রীল করে দাও।
  5. অরিগ‍্যানো, চিলি ফ্লেক্স আর টমেটো সস্ ছড়িয়ে পরিবেশন করুন।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার