হোম / রেসিপি / ঊত্তপম কেনেপি

Photo of Uttapom Canepes by UMA PANDIT at BetterButter
364
11
0.0(0)
0

ঊত্তপম কেনেপি

Mar-23-2018
UMA PANDIT
15 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ঊত্তপম কেনেপি রেসিপির সম্বন্ধে

এটি আমার তৈরি একটি ফিউশন রেসিপি , আর বাচ্চাদের খুব প্রিয় , দেখতে যতটা সুন্দর খেতে তত মজাদার । যে কোন পাটি বা বাচ্চাদের জন্মদিন উপলক্ষে বানানো যেতে পারে ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • ফিউশন
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ধোসা ব‍্যটার ১ কাপ
  2. অলিভ অয়েল ৪ চামচ
  3. পিয়াজকুচি ৪ টেবিল চামচ
  4. টমেটো কুচি ২ টেবিল চামচ
  5. কাচালঙ্কা কুচি ১ চামচ
  6. নুন ১ চামচ
  7. পি্্জা সস ৪ টেবিল চামচ
  8. মটর সিদ্ধ ৩ টেবিল চামচ
  9. মেয়োনিজ ৩ টেবিল চামচ
  10. কারিপাতা সাজাবার জন্য

নির্দেশাবলী

  1. প্রথমে একটি প্রাএ নিয়ে তার মধ্যে ধোসা ব‍্যটার দিয়ে , পিয়াজ কুচি , লঙ্কা কুচি , টমেটো কুচি ও নুন দিয়ে ভালো করে মেশাতে হবে ।
  2. ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ।
  3. ১ চামচ অলিভ অয়েল দিয়ে ব‍্যটার ভালো করে মেশাতে হবে ।
  4. প‍্যান গরম করে তাতে অলিভ অয়েল গ্রীস করতে হবে ।
  5. এবারে প্রায় ২ হাতা ব‍্যটার দিয়ে , ব‍্যাটার টা ছড়িয়ে দিয়ে ঊথপম ভেজে নিতে হবে ।
  6. এবারে ক‍্যানাপি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে ।
  7. অন্য একটি প্রাএ নিয়ে তার মধ্যে পি্্জা সস , মটর সিদ্ধ ও ১ চামচ অলিভ ওয়েল দিয়ে ভালো করে মেশাতে হবে ।
  8. পরিবেশন ......
  9. প্রথমে একটি ডিস নিয়ে তার মধ্যে উত্থপম কেনেপি গুলো একটি একটি করে রাখতে হবে ।
  10. এবারে প্রতিটি ক‍্যানাপির মধ্যে ১ চামচ করে মটর এর স্টাফি্্ দিতে হবে ।
  11. ওপর থেকে ১/২ চামচ মেয়োনিজ দিতে হবে ।
  12. ওপর থেকে কারিপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার