হোম / রেসিপি / ব‍্যানানা-ডেট কেক উইথ চকোলেট ফিলিং

Photo of Banana-Date Cup Cake With Chocolate Filling by Tamali Rakshit at BetterButter
572
16
0.0(0)
0

ব‍্যানানা-ডেট কেক উইথ চকোলেট ফিলিং

Mar-27-2018
Tamali Rakshit
15 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
10 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ব‍্যানানা-ডেট কেক উইথ চকোলেট ফিলিং রেসিপির সম্বন্ধে

বাচ্চারা সকলেই কেক পছন্দ করে। তাই এই পছন্দের জিনিসের সাথে যদি বুদ্ধি করে বাচ্চাদের অপছন্দের অথচ স্বাস্থ্যকর জিনিসটা মিশিয়ে বানিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চারা না বুঝেই সেই অপছন্দের জিনিসটা আনন্দ করে খেয়ে নেয়। কলা বা খেজুর দুটোই বাড়ন্ত বাচ্চাদের উপযোগী, তাই আমি এই কেকে খেজুর আর কলাকে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি। এছাড়াও এই কেকটা এতটাই নরম ও সুস্বাদু যে সব বাচ্চাদের অবশ্যই পছন্দ হবে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • ফেটানো
  • বেকিং
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 10

  1. কেকের উপকরণ :
  2. বড় কলা ১ টা
  3. বীজ ছাড়িয়ে নেওয়া খেজুর ৮-৯ টা
  4. ময়দা ১ কাপ
  5. গুঁড়ো চিনি ৩/৪ কাপ
  6. রিফাইন তেল ১/২ কাপ
  7. ডিম ২ টি
  8. নুন এক চিমটি
  9. বেকিং পাউডার ১,১/২ চা চামচ
  10. ভ্যানিলা এসেন্স ১,১/২ চা চামচ
  11. দুধ ৩/৪ কাপ
  12. চকোলেট ফিলিং এর উপকরণ:
  13. ডার্ক চকলেট কম্পউন্ড ১০০ গ্রাম
  14. কোকো পাউডার ১ টেবিল চামচ
  15. কাজু ৮-৯ টা
  16. বাটার ১ টেবিল চামচ
  17. চিনি ২ টেবিল চামচ
  18. দুধ পরিমাণমতো
  19. সাজানোর উপকরণ :
  20. গুঁড়ো চিনি
  21. চেরি

নির্দেশাবলী

  1. প্রথমে চকোলেট ফিলিং এর সব উপকরণ একসাথে মিক্সিতে পেস্ট করে একটা অল্প ঘন মন্ড তৈরি করে নিতে হবে এবং মন্ডটা যাতে আর একটু শক্ত হয় তার জন্য সেটা ফ্রীজে রেখে দিতে হবে ৩০ মিনিট।
  2. এবার কলা, খেজুর এবং দুধ মিক্সিতে একসঙ্গে পিষে নিতে হবে।
  3. ডিম দুটোর সাদা ও হলুদ অংশ আলাদা করতে হবে এবং সাদা অংশটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
  4. এবার এই সাদা অংশের মধ্যে ময়দা ছাড়া বাকি সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে।
  5. সব উপকরণ ভালোভাবে মিশে গেলে ময়দাটা দিয়ে দিতে হবে।
  6. কোনোরকম দানা ছাড়া সব উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  7. এবার কাপ কেক মোল্ডগুলো অল্প তেল দিয়ে গ্রিস করে নিতে হবে।
  8. এবার মোল্ডের মধ্যে প্রথমে অর্ধেক কেক ব্যাটার দিয়ে তার মাঝে গোল করে নেওয়া চকোলেটে ফিলিং দিয়ে আবার কেকের ব্যাটার দিয়ে চকোলেটটা ঢেকে দিতে হবে।
  9. এভাবে সবকটা মোল্ড ভর্তি করে নিতে হবে।
  10. এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ মিনিট প্রিহিট করা ওভেনে ১০ মিনিট বেক করে নিলেই কেক তৈরি হয়ে যাবে।
  11. কেকের উপর দিয়ে গুঁড়ো চিনি আর কাটা চেরি দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করতে হবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার