হোম / রেসিপি / Rajasthani Junglee Chicken

Photo of Rajasthani Junglee Chicken by Tamali Rakshit at BetterButter
821
24
0.0(2)
0

Rajasthani Junglee Chicken

Mar-30-2018
Tamali Rakshit
20 মিনিট
প্রস্তুতি সময়
45 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Rajasthani Junglee Chicken রেসিপির সম্বন্ধে

খুব মসলাদার একটি পদ হলো রাজস্থানী জংলি চিকেন। চিকেন এর পরিবর্তে মটন দিয়েও এই পদটি রান্না করা যায়।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • ডিনার পার্টি
  • রাজস্থান
  • ঢিমে আঁচে রান্না
  • সাঁতলান
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. মুরগির মাংস মোটামুটি ২৫০-৩০০ গ্রাম
  2. ম্যারিনেট এর উপকরণ:
  3. ৪-৫ টা রসুনের কোয়া
  4. ১ ইঞ্চি আদার টুকরো
  5. ৭-৮ টা শুকনো লঙ্কা সেদ্ধ করে নেওয়া
  6. ৪ টেবিল চামচ টক দই
  7. ঝোলের উপকরণ:
  8. বড় সাইজের ১ টা পেঁয়াজ কুচি
  9. ৫-৬ টা রসুনের কোয়া কুচি
  10. ৩-৪ টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া
  11. জিরা গুঁড়ো ১ চা চামচ
  12. ধোনে গুঁড়ো ২ চা চামচ
  13. নুন
  14. সামান্য গরম মসলা
  15. রিফাইন তেল
  16. ফোরণের উপকরণ:
  17. লবঙ্গ ৩ টে
  18. ছোট এলাচ ২ টি
  19. দারচিনি ১ টুকরো

নির্দেশাবলী

  1. প্রথমে আদা ও রসুন মিহি করে পেস্ট করে নিয়েছি, সেদ্ধ লঙ্কা গুলো পেস্ট করে নিয়েছি এবং পেঁয়াজ ও রসুন কুচিয়ে নিয়েছি।
  2. এবার মাংসর টুকরোগুলোর মধ্যে ম্যারিনেশন এর সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ১ ঘন্টা ম্যারিনেট করতে হবে।
  3. বাকি শুকনো লঙ্কা গুলো গুঁড়ো করে নিয়েছি।
  4. ১ ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ফোরণ গুলো দিয়ে দিতে হবে।
  5. এবার ফোরণের সুগন্ধ বেরোলে পেঁয়াজ ও রসুন কুচিটা দিয়ে দিতে হবে।
  6. পেঁয়াজ, রসুন ভাজা হলে ম্যারিনেট করা মাংস, ধোনে, জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণমতো নুন দিয়ে দিতে হবে।
  7. এবার মসলাগুলো মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে করাইটা ঢাকা দিয়ে মাঝারি থেকে কম আঁচে মাংসটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।
  8. মাংস সিদ্ধ হয়ে গেলে গরম মসলা ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে এবং সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রিভিউ (2)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Sanchari Karmakar
Apr-03-2018
Sanchari Karmakar   Apr-03-2018

Delicious

Disha D'Souza
Mar-31-2018
Disha D'Souza   Mar-31-2018

অসাধারণ

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার