হোম / রেসিপি / Braided Chicken Bread

Photo of Braided Chicken Bread by Manami Sadhukhan at BetterButter
313
13
0.0(1)
0

Braided Chicken Bread

Apr-05-2018
Manami Sadhukhan
120 মিনিট
প্রস্তুতি সময়
45 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Braided Chicken Bread রেসিপির সম্বন্ধে

এটা একটা পারফেক্ট চিকেন ব্রেড রেসিপি।এই ব্রেডের ভেতরে চিকেনের পুর ভরা আছে যা ডিসটিকে খুবই সুস্বাদু করে তোলে। এছাড়া বিনুনির মত দেখতে হয় বলে পরিবারের সব সদস্যদের কাছে এটি খুবই আকর্ষণীয় হয়ে থাকে। মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য এই রেসিপিটা এককথায় অনবদ‍্য ও পুষ্টিকরও বটে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • টিফিন রেসিপি
  • ফিউশন
  • বেকিং
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ডো বানানোর জন্য:
  2. ১. ২৫০ গ্ৰাম ময়দা
  3. ২. ৫ গ্ৰাম ইন্সট্যান্ট ইস্ট
  4. ১ ও ১/২ চা চামচ চিনি
  5. ১ চা চামচ নুন
  6. ১/৪ কাপ দুধ
  7. ৫-৬ টেবিল চামচ তেল
  8. ১/২ কাপ উষ্ণ গরম জল
  9. চিকেনের পুর বানানোর জন্য:
  10. ২ টেবিল চামচ মাখন
  11. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  12. ১/৪ কাপ ময়দা
  13. ১ কাপ দুধ
  14. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  15. ১/২ চা চামচ নুন
  16. ১ ও ১/২ কাপ সেদ্ধ ও শ্রেডেড চিকেন
  17. ২ টেবিল চামচ ধনে গুঁড়া
  18. ২ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
  19. ১ টা ডিমের গোলা ব্রাশ করার জন্য

নির্দেশাবলী

  1. ডো বানানোর জন্য:
  2. ১. একটা বাটিতে ময়দা, ইনস্ট্যান্ট ইস্ট, চিনি ও নুন নিয়ে ভালো করে মেশাতে হবে।
  3. ২. এবার একটু দুধ,অল্প তেল ও উষ্ণ গরম জল নিয়ে ময়দাটা ভাল করে মেখে নিতে হবে।
  4. ৩. এবার একটা কাঁচের বাটিতে তেল মাখিয়ে ময়দা মাখাটা ওর মধ্যে রেখে ঢেকে দিতে হবে এবং ১ ঘন্টার জন্য কোন গরম জায়গায় রেখে দিতে হবে।
  5. ৪. ১ ঘন্টা পর মাখা ময়দাটাকে আরেকবার মেখে নিতে ১০ মিনিট রেস্ট দিন।ব্যাস ব্রেড ডো তৈরি।
  6. চিকেনের পুর বানানোর জন্য:
  7. ৫. চিকেনটা নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ চিকেনটাকে শ্রেডেড করে নিতে হবে।
  8. ৬. এবার একটা কড়াইয়ে মাখন গলিয়ে নিয়ে পেয়াজটা অল্প নেড়ে নিতে হবে।
  9. ৭. এবার এতে ময়দা যোগ করে নিতে হবে এবং রং পাল্টানো পর্যন্ত নাড়তে হবে।
  10. ৪. কড়াইটা আঁচ থেকে সরিয়ে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে ড্যালা না পাকিয়ে যায়।
  11. ৯. কড়াইটা আবার আঁচে বসাতে হবে এবং তাতে গোলমরিচ গুঁড়ো ও নুন যোগ করতে হবে।
  12. ১০. এবার শ্রেডড চিকেন, ধনেপাতা ও ক্যাপসিকাম এই মিশ্রণে যোগ করতে হবে। ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করতে হবে।
  13. একত্রীকরণ:
  14. ১১. এবার ডোটাকে চৌকো করে বেলে নিতে হবে।
  15. ১২. চিকেনের পুরটাকে ডো-এর ঠিক মাঝখানে লম্বা করে রাখতে হবে। ছুরি দিয়ে ডো-এর দুই পাশ লম্বা লম্বা করে ফিতের আকারে চিরে নিতে হবে।
  16. ১৩. এবার বাঁদিকের এক একটা চেরা ফিতের মত অংশকে ডান দিকের চেরা অংশের ওপর বিকল্পভাবে জড়িয়ে দিতে হবে।এটা বিনুনির মত দেখতে হবে।
  17. ১৪. বেকিং ট্রেটা গ্ৰিজ করে এই ডোটা ওর মধ্যে রেখে ডিমের গোলা দিয়ে ব্রাশ করে নিতে হবে। এবার ওপর থেকে কালোজিরা ও সাদা তিল ছড়িয়ে দিতে হবে।
  18. ১৫. ওভেন ১৮০ ডিগ্ৰি সেন্টিগ্ৰেডে প্রি-হিট করে ২০-২৫ মিনিটের জন্য বেক করে নিতে হবে।
  19. ১৬. গরম গরম পরিবেশন করুন।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Jayashree Mallick
Apr-08-2018
Jayashree Mallick   Apr-08-2018

অসাধারণ হয়েছে

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার