হোম / রেসিপি / Butter pepper chicken

Photo of Butter pepper chicken by Sanchari Karmakar at BetterButter
491
19
0.0(6)
0

Butter pepper chicken

Apr-05-2018
Sanchari Karmakar
20 মিনিট
প্রস্তুতি সময়
25 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Butter pepper chicken রেসিপির সম্বন্ধে

মাখনের সাথে গোলমরিচের ঝাল ঝাল এই মুরগির মাংস,খেতে দারুন।তন্দুরী রুটি, বা এমনি রুটির সাথে উপাদেয়। এছাড়া ভাত দিয়ে খেতেও খারাপ লাগবে না এই পদ টি।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • প্রতিদিন
  • পশ্চিমবঙ্গ
  • ঢিমে আঁচে রান্না
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. রান্নার জন্য :
  2. চিকেন ৫০০ গ্রাম।
  3. পেঁয়াজ ২ টা মাঝারি সাইজের ছোট করে কুচানো।
  4. রসুন ৩/৪ কোয়া কুচানো।
  5. গোলমরিচ ৪ চা চামচ।
  6. কাঁচালংকা ৪ টে।
  7. বাটার ২টেবিল চামচ।
  8. নুন স্বাদমত।
  9. চিনি ২চা চামচ।
  10. চিকেন স্টক ১টা ছোট বাটি।
  11. ম্যারিনেশনের জন্য লাগবে :
  12. টক দই ২ টেবিল চামচ
  13. নুন সামান্য
  14. কাশ্মীরি লংকার গুড়ো ১চা চামচ
  15. পেঁয়াজ ২ টা মাঝারি সাইজের পেস্ট করা।
  16. রসুন ৭/৮ টা পেস্ট করা

নির্দেশাবলী

  1. ২টা পেঁয়াজ ও রসুন গুলি পেস্ট করতে হবে
  2. ম্যারিনেটের উপকরণ দিতে হবে চিকেনে।
  3. ভালো করে মেখে ১০ মিনিট রাখতে হবে চিকেনটা।
  4. আঁচে ফ্রাইংপ্যান বসিয়ে তাতে বাটার দিতে হবে।
  5. বাটার গলতে শুরু হলে কুচানো পেঁয়াজ, রসুন,লংকা দিতে হবে
  6. গোলমরিচ দিতে হবে।
  7. ভালো করে সব নেড়ে ভাজতে হবে।
  8. অল্প ভাজা হয়ে গেলেই পেঁয়াজ, রসুনের বাকি পেস্ট টা দিয়ে কষতে হবে
  9. সব গুলি মিশিয়ে নাড়তে হবে।
  10. এবারে চিনি মেশাতে হবে
  11. চিনি গলে গেলে ম্যারিনেটেড চিকেন দিতে হবে।
  12. ভালো করে কষতে হবে।
  13. স্বাদমত নুন লাগলে মেশাতে হবে।
  14. চিকেন স্টক টা অল্প করে করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে
  15. পুরো স্টকটা মিশিয়ে ফুটতে দিতে হবে
  16. একটু গা মাখামাখা গ্রেভি হয়ে গেলেই আর একটু মাখন দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি।
  17. পাতিলেবুর স্লাইস, কাঁচালংকা সাজিয়ে পরিবেশন।

রিভিউ (6)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Sudip Das
Apr-08-2018
Sudip Das   Apr-08-2018

Di la grandi mafistofilish....yak yak

Srijeetaa Biswas
Apr-07-2018
Srijeetaa Biswas   Apr-07-2018

Very good

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার