হোম / রেসিপি / চিকেন স্যুপ ম‍্যাগি

577
6
0.0(0)
0

চিকেন স্যুপ ম‍্যাগি

Apr-08-2018
Moumita Nandi
45 মিনিট
প্রস্তুতি সময়
25 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন স্যুপ ম‍্যাগি রেসিপির সম্বন্ধে

ম‍্যাগি এমনিতেই বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার। আর সেই ম‍্যাগি যদি চিকেন স্যুপ ম‍্যাগি হয় তখন তা স্বাদে গন্ধে দ্বিগুণ হয়ে ওঠে সাথে এটি স্বাস্থকরতো বটেই।

রেসিপি ট্যাগ

  • ম্যাগি
  • আমিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • ফিউশন
  • অল্প তেলে ভাজা
  • মিশ্রণ
  • ফোটানো
  • সুপ

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ম‍্যাগি 35 গ্রামের 2 প্যাকেট
  2. চিকেন স্টক 1 বড় কাপ (250 ml)
  3. গাজর গ্রেড করা 2 চামচ
  4. বাঁধাকপির মাঝের নরম পাতার অংশ গ্রেড করা 2 চামচ
  5. ফুলকফি কুচানো 2 চামচ
  6. টমেটো কুচানো 1 টি ছোটো
  7. পেঁয়াজ কুচি 2 চামচ
  8. আদা থেঁতো করা 1/2 চামচ
  9. রসুন থেঁতো করা একটি কোয়া
  10. আদা মিহি করে কুচানো
  11. গোলমরিচ গুঁড়ো 1/4 চামচ
  12. বিট নুন 1/2 চামচ
  13. মাখন 2 চামচ

নির্দেশাবলী

  1. কাড়াতে মাখন গরম করে তাতে থেঁতো করা রসুন ও আদা দিয়ে হালকা হাতে ভেজে নিন।
  2. গ্রেড করা গাজর, বাঁধাকপি, কুচানো ফুলকফি, পেঁয়াজ বিট নুন দিয়ে ভালো করে নেড়ে ছোট আঁচে ঢাকা দিয়ে দিন।
  3. 10 মিনিট বাদে ঢাকনা খুলে কুচানো টমেটো দিন।
  4. টমেটো গলে গেলে সবটি আরও একটু নেড়ে নিন।
  5. চিকেন স্টক দিয়ে দিন।
  6. ফুটে উঠলে গোলমরিচ গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিন।
  7. 10 মিনিট বাদে ঢাকনা খুলে 2 প্যাকেট ম‍্যাগি দিয়ে দিন।
  8. ম‍্যাগি মশলা দিয়ে নাড়ুন।
  9. তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন স্যুপ ম‍্যাগি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার