হোম / রেসিপি / মুর্গ-ডাক-বাংলো

Photo of Murg Dak-Banglow by Sunanda Jash at BetterButter
275
6
0.0(0)
0

মুর্গ-ডাক-বাংলো

Apr-09-2018
Sunanda Jash
100 মিনিট
প্রস্তুতি সময়
40 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

মুর্গ-ডাক-বাংলো রেসিপির সম্বন্ধে

আঙলো ইন্ডিয়ান, সুস্বাদু ও চটজলদি রেসিপি । জিভের স্বাদ দেয় নিমেষে পাল্টে; ভাত, পোলাও, এমনকি রুটির সাথেও নেই মানা খেতে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • ফিউশন
  • ঢিমে আঁচে রান্না
  • প্রধান খাবার
  • কম ফ‍্যাট

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. মুরগীর মাংস ৬০০ গ্রাম
  2. আলু ৩ টে কুচানো
  3. ডিম ২ টি
  4. পেঁয়াজ ২ টি কুচানো
  5. টমেটো ১ টি কুচানো
  6. কাঁচালঙ্কা ৪ টি চেরা
  7. সাদা তেল পরিমান মতো
  8. টক দই ৩ চা চামচ
  9. হলুদ গুঁড়ো ২ চা চামচ
  10. ধনে গুঁড়ো ২ চা চামচ
  11. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ২ চা চামচ
  12. নুন পরিমাণ মতো
  13. চিনি ১ চা চামচ
  14. গোটা গরম মসলা (লবঙ্গ,এলাচ,দারচিনি)
  15. আদা রসুন পেঁয়াজ বাঁটা

নির্দেশাবলী

  1. মাংস কে ভালো কোরে ধুয়ে টকদই,২ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো, ২ চা চামচ নুন, ৩ চা চামচ আদা রসুন পেঁয়াজ বাটা মেশানো হলো।
  2. ম্যারিনেট করা হলো ৩০ মিনিট ধরে ।
  3. কড়াইতে সাদা তেল গরম করে আলুর টুকরো র সেদ্ধ ডিম ভেজে তুলে রাখা হলো।
  4. কড়াইতে অল্প সাদা তেল গরম করে গোটা গরম মসলা (লবঙ্গ,এলাচ,দারচিনি) ফোড়ন দিতে হবে ।
  5. ওতে পেঁয়াজ কুচি,লঙ্কা চিরে দিয়ে অল্প নুন, ১ চা চামচ চিনি দিয়ে বাদামী করে ভেজে নেয়া হলো।
  6. পেঁয়াজ বাদামী ভাজার পর টমেটো কুচি, আদা-রসুন-পেঁয়াজ বাঁটা, নুন, ১ চা চামচ টক দই সহযোগে ভালো কোরে মসলা কষাতে হবে।
  7. মসলা কষে তেল ছেড়ে গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে আবার ভালো করে কষতে হবে ১০ মিনিট ধরে, জল একটু যোগ করতে হবে।
  8. এরপর এতে ভাজা আলু ও ডিম মিশিয়ে ভালোভাবে মিশ্রণ করে ঢাকনা চাপা দিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
  9. মাংস সেদ্ধ না হওয়া অবধি ঢাকনা চাপা থাকবে।
  10. এরপর জিভে জল আনা মুর্গ ডাকবাংলো তৈরী, গরম ভাত,পোলাও, বাসন্তী পোলাও এর সাথে লাগবে অমৃত।অনেকে রুটির সাথেও পছন্দ করে এই বিশেষ পদ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার