হোম / রেসিপি / ব্রেড পকেট

Photo of Bread pocket by Godhuli Mukherjee at BetterButter
595
6
0.0(0)
0

ব্রেড পকেট

May-01-2018
Godhuli Mukherjee
20 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ব্রেড পকেট রেসিপির সম্বন্ধে

এই রেসিপি টা বানানো খুব সোজা ।সন্ধ্যার আড্ডায় চায়ের সাথে টা হিসেবে এটি অনবদ্য ।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • টিফিন রেসিপি
  • ভারতীয়
  • ভাজা
  • স্ন‍্যাক্স
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. পাউরুটি - 4টি
  2. ডিম - 2টি
  3. কুচানো সব্জি ( আলু, গাজর, সুইট কর্ন, বিনস, মটরশুটি ) - 1/3 কাপ
  4. রসুন কুচি - 1/2 চা চামচ
  5. পিঁয়াজ কুচি - 2টেবিল চামচ
  6. চিজ স্টিক - 4টি ( আপনারা চাইলে গ্রেট করা চিজ দিতে পারেন )
  7. নুন স্বাদ মতো
  8. হলুদ গুঁড়ো- 1/3 চা চামচ
  9. লংকা গুঁড়ো - 1/4 চা চামচ ( ঝাল বেশি চাইলে বেশি দেবেন)
  10. কাঁচা লংকা কুচি - 2 টি ( আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন )
  11. জিরে গুঁড়ো - 1/2 চা চামচ
  12. জল সামান্য (পাউরুটি ভাজ করার জন্য )
  13. দুধ - 2টেবিল চামচ
  14. ভেজিটেবিল তেল- 1/2 কাপ

নির্দেশাবলী

  1. প্রথমে একটা পাত্রে 2টেবিল চামচ ভেজিটেবিল তেল দিয়ে তাতে রসুন কুচি আর পিঁয়াজকুচি দিয়ে ভাজতে হবে ।
  2. পিঁয়াজ টা নরম হয়ে এলে তাতে আর একটু তেল দিয়ে কুচানো সব্জি দিয়ে ভাজতে হবে ।
  3. সব্জি একটু ভাজা হলে তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো , লংকা গুঁড়ো, কাচা লংকা কুচি দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে চাপা দিতে হবে ।
  4. সব্জি থেকে যে জল বের হবে তাতেই সব্জি সেদ্ধ হয়ে যাবে ।
  5. যদি সব্জি সেদ্ধ না হয় তবে বাইরে থেকে একটু জল দিয়ে চাপা দিতে হবে ।
  6. তার পর পাউরুটি গুলোর চারিধার কেটে নিতে হবে ।
  7. এবারে একটা বেলনা দিয়ে প্রতিটি পাউরুটি বেলে পাতলা করে নিতে হবে ।
  8. তার পর পাউরুটি র এক দিকে সব্জি র পুর ও চিজ দিতে হবে ।
  9. তার পর পাউরুটি র অপর প্রান্তে অল্প জল দিয়ে ভাজ করে দুই প্রান্ত জোড়া লাগিয়ে দিতে হবে ।
  10. এই ভাবে বাকি পাউরুটি গুলো রেডি করে নিতে হবে ।
  11. এবারে একটা পাত্রে ডিম দুটো ফাটিয়ে নিয়ে তাতে দুধ আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ।
  12. এবারে একটা পাত্রে তেল দিয়ে গরম করতে হবে ।
  13. তার পর প্রতিটি পুর ভরা পাউরুটি একে একে ডিমের গোলায় ডোবাতে হবে ।
  14. এবারে গরম তেলে ভালো করে দুই পিঠ ভাজতে হবে ।
  15. তাহলেই রেডি ব্রেড পকেট ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার