হোম / রেসিপি / চিকেন বিরিয়ানি

Photo of Chiken biriyani by Mala Basu at BetterButter
339
3
0.0(0)
0

চিকেন বিরিয়ানি

May-01-2018
Mala Basu
119 মিনিট
প্রস্তুতি সময়
59 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন বিরিয়ানি রেসিপির সম্বন্ধে

এটি মোগলাই ডিস।এটা কম ঘি বা তেল এ তইরি করা যেতে পারে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • ডিনার পার্টি
  • পশ্চিমবঙ্গ
  • ঢিমে আঁচে রান্না
  • প্রধান খাবার
  • ফাইবার যুক্ত

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. চিকেন ১/২ কেজি
  2. বাসমতী চাল ১কেজি
  3. পেয়াজ কুচি ১ কাপ, ১ বড় পেয়াজ বাটা
  4. আদা বাটা ২ চামচ, রসুন ৩চামচ
  5. নুন স্বাদ মত
  6. হলুদ ১/২ চামচ
  7. লনকাগুড়ো ১ চামচ
  8. তেজপাতা৪
  9. ঘি ৪বড় চামচ
  10. সাদা তেল ৪ বড় চামচ
  11. বিরিয়ানি মশলা জাইফল জইত্রি লবঙ্গ ছোট এলাচ দারুচিনি শাহ জিরে শাহ মরিচ হাল্কা ভেজে গুরো করে নিতে হবে
  12. দুধ২ চামচ
  13. কেওড়া ১/২ চামচ
  14. গোলাপ জল ১/২ চামচ
  15. ২ ফোটা মিঠা আতর

নির্দেশাবলী

  1. প্রথমে বাসমতি চাল জল এ ভিজিয়ে রেখেছি ১ ঘন্টা তারপর জল এ নুন লবঙ্গ তেজপাতা দিয়ে ভাত রান্না করে নিয়েছি এক ফুট বাকি থাকতে।
  2. এবারে চিকেন এ আদা রশুন পেয়াজবাটা হলুদ লনকা র নুন দিয়ে ভাল করে মেখে ১/২ ঘন্টা রেখে কসিয়ে রান্না করে নিয়েছি।
  3. বিরিয়ানি মসালাগুলো হাল্কা ভেজে নিয়ে গুরা করে নিয়েছি।
  4. এবারে তলাপুরু ডেকচি নিয়ে তাতে একদম নিচে তেজপাতা তার ওপর চিকেন গ্রেভি,তার ওপর ভাত সাজিয়ে দিয়েছি।
  5. আবার ভাত র ওপর চিকেন র তার ওপর ভাত আবার সাজিয়ে বিছিয়ে দিয়েছি।
  6. এবারে আতর দু ফোটা, দুধে গোলা জাফরান,গোলাপ জল কেওড়া ছড়িয়ে দিলাম ওপর দিয়ে।
  7. সবার ওপরে বিরিয়ানি মাশালা র পেয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে দিলাম।
  8. এবারে গ্যস জ্বেলে একটা চাটু রেখে তার অপর ডেকচি টা বসিয়ে দিলাম।
  9. গ্যস সিমে করা থাকবে।মিনিট ২০ বাদে নামিয়ে নিলেই রেডি চিকেন বিরিয়ানি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার