হোম / রেসিপি / Mocha-chingrir lovable cutlet

Photo of Mocha-chingrir lovable cutlet by Sanchari Karmakar at BetterButter
484
11
0.0(5)
0

Mocha-chingrir lovable cutlet

May-01-2018
Sanchari Karmakar
30 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
5 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Mocha-chingrir lovable cutlet রেসিপির সম্বন্ধে

সম্পূর্ন ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি সুস্বাদু স্ন্যাক্স।

রেসিপি ট্যাগ

  • মধ্যম
  • প্রতিদিন
  • ভাজা ভাজা
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 5

  1. মোচা (কুচানো) একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি।
  2. আলু (সেদ্ধ) মাঝারি ২ টো
  3. বাদাম ২ চামচ
  4. আদা ১/২ ইঞ্চি
  5. লংকা ৪ টি
  6. রসুন ৩/৪ কোয়া
  7. নুন স্বাদ মত
  8. চিনি ২ চা চামচ
  9. বেসন ২ চামচ
  10. হলুদ গুড়ো ১/২ চামচ
  11. ডিম ১টা
  12. ব্রেড ক্রাম্বস /বিস্কিটের গুড়ো ৮/৯ চামচ
  13. লংকা গুড়ো ১/২ চামচ
  14. গরমমশলা গুড়ো ১/২ চামচ
  15. কর্নফ্লাওয়ার ১/২ চামচ
  16. সর্ষের তেল ১৫০ গ্রাম।

নির্দেশাবলী

  1. মোচার কাঠি ফেলে ভালো করে কুচিয়ে নিয়ে, ধুঁঁয়ে নিতে হবে।
  2. কুচানো মোচা প্রেসার কুকারে নুন, হলুদ অল্প দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করতে হবে।
  3. সেদ্ধ মোচায় দুটো আলু সেদ্ধ দিয়ে ভালো করে চটকে মাখতে হবে।
  4. কড়াতে ১চামচ তেল দিয়ে গরম করতে হবে।
  5. তাতে বাদাম ভেজে নিতে হবে।
  6. বাদাম ভাজা হলে তুলে রেখে আলু দিয়ে মাখা মোচা টা দিতে হবে।
  7. এরপরে একে একে নুন,হলুদ, আদা,লংকা, রসুনের একসাথে বাটা,চিনি দিতে হবে। সাথে ভাজা বাদামটাও দিতে হবে।
  8. ভালো করে নেড়ে কষাতে হবে।
  9. গরম মশলার গুড়ো দিতে হবে।
  10. ৩/৪মিনিট কষার পরে শুকনো বেসন মিশিয়ে কড়াতে নেড়েই টাইট করে নিতে হবে।
  11. মন্ডটা একটু ঠান্ডা করে হাতের তালুতে একটু তেল মাখিয়ে লাভ শেপ করে গড়ে নিতে হবে
  12. এবারে চিংড়ি গুলোয় নুন, হলুদ মাখিয়ে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মেখে একটা করে টুথপিকে(কাঠের)গেঁথে তেলে ভেজে নিতে হবে হালকা করে।
  13. বিস্কিট এর গুড়োর সাথে ব্রেডক্রাম্ব মিশিয়ে নিতে হবে।
  14. এতে লংকা গুড়ো আর নুন দিয়ে ভালো করে মেশাতে হবে।
  15. কাটলেট গুলি ডিমের গোলায় মাখিয়ে ব্রেডক্রাম্ব এ ভালো করে মাখিয়ে নিতে হবে
  16. কড়াতে তেল গরম করে ডুবো তেলে ভেজে তুলতে হবে
  17. কাটলেট ভাজা হয়ে গেলে, চিংড়ি গুলিতে গাঁথা টুথপিক গুলি একটা করে কাটলেট এর মাথায় গেঁথে দিতে হবে।
  18. পরিবেশন পাত্রে সুন্দর করে সাজিয়ে, কাসুন্দি সহযোগে, রেডি, মোচা-চিংড়ির লভেবেল কাটলেট।

রিভিউ (5)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Snoihita Karmakar
May-02-2018
Snoihita Karmakar   May-02-2018

Darun chilo khete :heart_eyes:

Jayashree Mallick
May-02-2018
Jayashree Mallick   May-02-2018

খুব ভালো হয়েছে

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার