হোম / রেসিপি / চিকেন গোল্ড কয়েন

Photo of Chicken Gold Coin by Mousumi Roy at BetterButter
1470
7
0.0(0)
0

চিকেন গোল্ড কয়েন

May-02-2018
Mousumi Roy
20 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন গোল্ড কয়েন রেসিপির সম্বন্ধে

চিকেন গোল্ড কয়েন একটি অত্যন্ত সুস্বাদু স্ন্যক্স আর খুব সহজ উপায়ে এটি বানানো যায় ।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • কিটি পার্টি
  • ভাজা
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ১. মুরগির মাংস -২৫০গ্রাম (মিক্সিতে ব্লেন্ড করা )
  2. ২.পেঁয়াজ -2টো মাঝারি সাইজের
  3. ৩. ধনে পাতা -২চামচ
  4. ৪. আদা বাটা -১/২ চামচ
  5. ৫. রসুন বাটা -১/২ চামচ
  6. ৬. নুন -স্বাদ অনুযায়ী
  7. ৭.গোল মরিচ গুঁড়ো -১চামচ
  8. ৮. কর্নফ্লাওয়ার -২চামচ
  9. ৯. লঙ্কা গুঁড়ো -১চামচ
  10. ১০. পাউরুটি -৪পিস
  11. ১১.ডিম -১টি
  12. ১২.সাদা তিল - ২চামচ
  13. ১৩. সাদা তেল-১ কাপ

নির্দেশাবলী

  1. ১. একটি পাত্রে চিকেন , পেঁয়াজ কুচি , ধনেপাতা কুচি , আদা বাটা , রসুন বাটা , নুন , গোল মরিচ গুঁড়ো , কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে মিশ্রণটা ম্যরিনেট হওয়ার জন্য ১০মিনিট রেখে দিতে হবে ।
  2. ২. এবার একটি কুকি কাটারের সাহায্যে কয়েনের সাইজে পাউরুটি গুলো কেটে নিতে হবে ।
  3. ৩.একটা পাত্রে অল্প নুন দিয়ে ডিম ফেটিয়ে নিতে হবে ।
  4. ৪.এবার ছোট পাউরুটির টুকরো গুলোর উপর ডিম ব্রাশ করে তার উপর ম্যরিনেট করা মাংস এক চামচ দিয়ে দিতে হবে । হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে । এর উপর আবার ডিম ব্রাশ করে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিতে হবে । এইভাবে বাকি পাউরুটি গুলো ও বানিয়ে নিতে হবে ।
  5. ৫.এবার এই পাউরুটির পিস গুলো ফ্রিজে ২০মিনিট রেখে দিতে হবে।
  6. ৬. তারপর ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রাই করে নিতে হবে দুপিঠ ।
  7. ৯. চিকেন গোল্ড কয়েন সার্ভ করার জন্য একদম রেডি ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার