হোম / রেসিপি / Dominos Style Garlic Bread

Photo of Dominos Style Garlic Bread by Aparajita Dutta at BetterButter
318
6
0.0(1)
0

Dominos Style Garlic Bread

May-08-2018
Aparajita Dutta
60 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

Dominos Style Garlic Bread রেসিপির সম্বন্ধে

ডোমিনোস গিয়ে গার্লিক ব্রেড আমরা সবাই খাই। খুব ভালো লাগে। এই ব্রেড আমরা কিন্তু বাড়িতেও বানাতে পারি। খুব সুস্বাদু ও ভালো খেতে হয়। একটু সময় লাগে ডো টা তৈরি হতে। কিন্তু খাবারটা এত ভালো হয় যে ওটুকু করা যেতে পারে।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • উৎসব
  • ইউরোপীয়ান
  • মিশ্রণ
  • বেকিং
  • স্ন‍্যাক্স
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. ডো এর জন্য
  2. এক কাপ ময়দা
  3. 1 চামচ এক্টিভ ড্রাই ইস্ট
  4. 1 চামচ চিনি
  5. 1/4 কাপ হালকা গরম দুধ
  6. এক চিমটি নুন
  7. 1/2 চামচ অরেগান
  8. রসুন কুচি 1 চামচ
  9. মাখন 1 1/2 চামচ
  10. গার্লিক বাটার এর জন্য
  11. 1/4 কাপ মাখন
  12. 1 টেবিল চামচ রসুন কুচি
  13. 1 চামচ ধনেপাতা কুচি
  14. পুর এর জন্য
  15. মোজারেলা চীজ 1 কাপ
  16. অরেগান 1 চামচ
  17. মিশানো হার্ব 1 চামচ
  18. শুকনো লঙ্কা কুচি (চিলি ফ্লেক্স)

নির্দেশাবলী

  1. ইস্ট চিনি ও হালকা গরম দুধ মিশিয়ে 10 মিনিট ঢেকে রাখা হলো।
  2. একটা পাত্রে ময়দা, নুন, মাখন নিয়ে নেওয়া হলো।
  3. এতে ইস্ট মিশ্রন মেশানো হলো।
  4. 10 মিনিট মাখা হলো।
  5. শুরুতে চিটচিটে থাকবে তারপর মোলায়েম হয়ে যাবে।
  6. এই ডো তা অল্প তেল মাখিয়ে 1 ঘন্টা গরম জায়গায় রাখতে হবে।
  7. ডো ফুলে দুগুণ হবে।
  8. এটা আবার 5 মিনিট মাখতে হবে।
  9. এবারে এটাকে 4 ভাগে ভাগ করতে হবে।
  10. গোল রুটির মতো বেলতে হবে।
  11. গার্লিক বাটার লাগাতে হবে।
  12. এবার চীজ, অরেগান, হার্ব, চিলি ফ্লেক্স পুর হিসাবে দিতে হবে।
  13. এবার একধার তুলে নিয়ে পুরটা ঢেকে দিতে হবে।
  14. ছুরি দিয়ে অল্প অল্প কেটে দিতে হবে।
  15. এবার উপরটা গার্লিক বাটার দিয়ে মাখিয়ে নিতে হবে।
  16. আবার 10 মিনিট ঢেকে রাখতে হবে।
  17. এর মধ্যে ওভেন 180 সেলসিয়াস এ গরম করতে হবে।
  18. সোনালী বাদামি রঙের হওয়া পর্যন্ত ব্রেক করতে হবে।
  19. আমার 25 মিনিট লেগেছে।
  20. মাঝে একবার বের করে মাখন লাগাতে হবে।
  21. পরিবেশন করার আগে মাখন লাগিয়ে কেটচাপ দিয়ে পরিবেশন করতে হবে।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Moumita Malla
May-08-2018
Moumita Malla   May-08-2018

Perfect

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার