ডাব দুটি কেটে একটি পাত্রে জল বার করে চিনির গুঁড়ো মিশিয়ে হালকা আঁচে গ্যাসওভেন এ দেব।এরপরেই প্রায় সাথে সাথেই জিলেটিন বা আগার আগার পাউডার মিশিয়ে সমানে চামচ দিয়ে নাড়তে থাকবো।খুব বেশি ফাটাবো না শুধু চিনি ভালো করে মিশে যাওয়া ও জিলেটিন গোলে যাওয়া অবধি ই রাখবো।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন