হোম / রেসিপি / চিকেন ভাত স্টাফ করা ওমলেট

Photo of Chicken rice stuffed omlete. by Uma Sarkar at BetterButter
536
3
0.0(0)
0

চিকেন ভাত স্টাফ করা ওমলেট

Jun-15-2018
Uma Sarkar
5 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন ভাত স্টাফ করা ওমলেট রেসিপির সম্বন্ধে

একটা ওমলেটে সব কিছু । একটি হেলথদী খাবার যেকোনো সময় খাওয়া যায় ।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • প্রতিদিন
  • ফিউশন
  • অল্প তেলে ভাজা
  • ভাজা
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. শ্যামা চালের ভাত - 2 কাপ
  2. চিকেন কিমা- 1/2 কাপ
  3. গাজর কুচি- 1/4 কাপ
  4. বীনস কুচি -1/4 কাপ
  5. পেঁয়াজ কুচি - 1 টা
  6. আদা রসুন কুচি - 2 চা চামচ
  7. কাঁচালঙ্কা কুচি - 1 চা চামচ
  8. গোলমরিচ গুড়ো - 1/2 চা চামচ
  9. নুন - 1 চা চামচ
  10. তেল - 1 টেবিল চামচ
  11. ওমলেটের জন্য
  12. ডিম - 2 টো
  13. গ্রেট করা গাজর- 1 টেবিল চামচ
  14. পেঁয়াজ কুচি - 1 টেবিল চামচ
  15. নুন
  16. তেল

নির্দেশাবলী

  1. তেল গরম করে আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে পেঁয়াজ, গাজর ও বীনস কুচি দিয়ে 2-3 মিনিট রান্না করতে হবে।
  2. সবজি কুচি ভাজা করে এরপর চিকেন কিমা দিয়ে রান্না করতে হবে।
  3. নুন ও গোলমরিচ গুড়ো দিয়ে আরো 2 মিনিট রান্না করতে হবে।
  4. এবার ভাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  5. ভাতের পুর রেডি।
  6. ডিম ফেটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, গ্রেটেড গাজর ও নুন মিশিয়ে নিতে হবে।
  7. ছোট কড়াইতে তেল ব্রাশ করে ডিমের গোলা এক হাতা দিতে হবে।
  8. ওমলেটের এক ধারে কিছুটা চিকেন ভাত দিতে হবে ।
  9. এবার ওমলেটের অন্য ধার টা ভাতের ওপরে দিয়ে বন্ধ করে দিতে হবে ও ভালো করে সেঁকে নিলেই রেডি ।
  10. মিষ্টি চিলি সস সহযোগে পরিবেশন করুন ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার