হোম / রেসিপি / কোরিয়ান এগ ভেজিস্ প্যানকেক
সকালের জলখাবারে একঘেয়ে ডিম টোস্ট, ডিমের পোচ,ডিম পাউরুটি বা ডিমের ওমলেট ইত্যাদি থেকে একটু হাটকে নতুন কিছু বানাতে এবং স্বাস্থ্যকর কিছু খেতে এটা একটা অনবদ্য খাবার। যেটাতে আছে নানা রকম সব্জির পুষ্টিগত গুণ,ও ডিমের অংশ। এছাড়াও সব থেকে বড়ো কথা হল বাচ্চাদের সব্জি খাওয়ানোতে মায়েদের নাজেহাল অবস্থা হতে হয়,সেই সব্জি খাওয়ানোর ঝামেলা থেকে ছুটি পেতে এই সুস্বাদু,মুখরোচক ও স্বাস্থ্যকর জলখাবারটি বানিয়ে ওদের সামনে দিলে নিজেরাই ইচ্ছা সহকারে তাড়াতাড়ি খেয়ে নেবে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন