হোম / রেসিপি / মাইক্রোওয়েভ গাজরের হালুয়া

Photo of Microwave carrots halwa by UMA PANDIT at BetterButter
479
4
0.0(0)
0

মাইক্রোওয়েভ গাজরের হালুয়া

Sep-17-2018
UMA PANDIT
10 মিনিট
প্রস্তুতি সময়
8 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

মাইক্রোওয়েভ গাজরের হালুয়া রেসিপির সম্বন্ধে

মাইক্রোওয়েভ গাজরের হালুয়া এটি খুব সহজেই ও খুব তাড়াতাড়ি বাড়িতে বানানো যায় । হঠাৎ বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি খুব সহজে বানিয়ে দেওয়া যেতে পারে ।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • কিটি পার্টি
  • রাজস্থান
  • মাইক্রোওয়েভিং
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. কোরানো ও গাজর ১ ১/২ কাপ
  2. চিনি 4 টেবিল চামচ
  3. মিল্ক মেড হাফ কাপ
  4. এলাচের গুড়া হাফ চা চামচ
  5. এক চিমটি নুন
  6. ড্রাই ফুটস 4 টেবিল চামচ
  7. ঘি 1 টেবিল চামচ
  8. মিল্ক পাউডার 2 টেবিল চামচ
  9. দুধ 1 কাপ

নির্দেশাবলী

  1. প্রথমে গাজর গুলিকে খুব সরু সরু করে কুড়িয়ে নিতে হবে ।
  2. এবার একটি মাইক্রোওয়েভ প্রাত্র মধ্যে ঘি দিয়ে গরম করে নিতে হবে ।
  3. তার মধ্যে গাজর দিয়ে গাজর টাকে এক মিনিট মতো মাইক্রো করে নিতে হবে ।
  4. এবারে ওই পাত্রের মধ্যে গুড়ো দুধ , চিনি , এক চিমটি নুন ও এলাচ গুঁড়ো মিশিয়ে আর 1 মিনিট মতো মাইক্রো করে নিতে হবে ।
  5. এবারের দুধ ও মিল্ক মেড ভালো করে মিশিয়ে আরো 5 মিনিট মতো মাইক্রো করতে হবে ।
  6. এবারে ড্রাই ফুড দিয়ে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো মাইক্রো করে নিতে হবে ।
  7. গরম গরম পরিবেশন করে দিতে হবে ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার