প্র সময় 8 min
রান্নার সময় 10 min
পরিবেশন করা 2 people
Oats omelette সম্বন্ধে
Ingredients to make Oats omelette in bengali
- ওটস ২ কাপ (১০০ গ্রাম)
- ডিম ৩ টি ( একটি ২৫ গ্রাম হলে)
- পেঁয়াজ কুঁচি ৩ - ৪ চামচ
- কাঁচা লংকা কুচি ১ বা ২ টি
- নুন স্বাদ মতোন
- সাদা মরিচ গুঁড়া ১/২ চামচ
- টমেটো কুচি ১ চামচ
- সাদা তেল/অলিভ ওয়েল ১ চামচ
How to make Oats omelette in bengali
- গ্যাসে একটা প্যান বসিয়ে গরম হলে ওটস শুখনো খোলায় মিনিট দের মতো উচ্চতর তাপমাত্রায় ভেজে নিন। তুলে প্লেটে ঢেলে রাখুন।
- এবার বাকি মশলা দিয়ে কুচিয়ে রাখা সব্জী দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিন।
- এবার একটা নন স্টিক প্যান বসান,গরম হলে একদম তাপমাত্রা কমিয়ে তেল দিন।
- ফেটানো ডিমের সাথে ওটস মিশিয়ে নিন ভালো করে।
- এবার সেটা দিয়ে হাতা বা চামচে করে ওই গোলা প্যানে ঢেলে দিন।
- ছড়িয়ে সমান করে কম আঁচে হতে দিন।
- একপিঠ হলে উল্টে দিন,দেখবেন সহজেই উঠে আসছে,আর হালকা সোনালী রঙ হয়েছে।
- নামিয়ে উপরে সামান্য পেঁয়াজ, লংকা কুচি দিয়ে ফয়েল পেপারে মুড়ে টিফিন বক্সে ভরে দিন।
Reviews for Oats omelette in bengali
Recipes similar to Oats omelette in bengali
অমলেট
2 likes
ওটস বার
2 likes
ওটস উপমা
71 likes
ওটস উপমা
6 likes
ওটস পোহা
4 likes
ওটস উপমা
4 likes