হোম / রেসিপি / মিক্সড ফ্রাইডরাইস

Photo of Mixed fried rice by শংকরী পাঠক at BetterButter
438
5
0.0(0)
0

মিক্সড ফ্রাইডরাইস

Oct-02-2018
শংকরী পাঠক
10 মিনিট
প্রস্তুতি সময়
10 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

মিক্সড ফ্রাইডরাইস রেসিপির সম্বন্ধে

এই রকম রাইস লাঞ্চ বক্সে ভরে বা যেকোনো সময় দেওয়া যেতে পারে। মনটা আনন্দে নেচে উঠবে।

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • টিফিন রেসিপি
  • চাইনিজ্
  • ভাজা ভাজা
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • ফাইবার যুক্ত

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. দেরাদুন চালের ভাত 250গ্রাম
  2. চিংড়ি মাছ 100 গ্রাম নুন দিয়ে ভাজা
  3. চিকেন কুচি সেদ্ধ (নুন ও রসুন দিয়ে) হাফ কাপ
  4. 2টো ডিমের ঝুরি ভাজা
  5. একটা ছোটো ক্যাপসিকাম কুচি করে কাটা
  6. হাফ গাজর কুচি করে কাটা
  7. বিনস হাফ কাপ কুচি করে কাটা
  8. দুটি কাঁচালঙ্কা কুচি করে কাটা
  9. দু'কোয়া রসুন কুচি করে কাটা
  10. পেঁয়াজ পাতা হাফ কাপ লম্বা করে কাটা
  11. সামরিচ গুঁড়ো 1 চা চামচ
  12. নুন স্বাদ মত
  13. চিনি স্বাদমতো
  14. সাদা তেল 1 টেবিল চামচ
  15. ঘি 1 টেবিল চামচ
  16. তেজপাতা একটি
  17. এলাচ গুঁড়ো 1 চা চামচ

নির্দেশাবলী

  1. কড়াইয়ে সাদা তেল ও ঘি দিন
  2. এলাচ ও তেজপাতা ফোড়ন দিন
  3. রসূল সা মরিচ গুঁড়ো দিন
  4. সেদ্ধ চিকেন দিয়ে হালকা ভাজুন
  5. বিনস গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করুন
  6. পেঁয়াজ পাতা দিয়ে নাড়াচাড়া করুন
  7. স্বাদ মতো নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করুন
  8. ভাত দিয়ে নাড়াচাড়া করুন
  9. ডিমের ঝুরি ভাজা ও ভাজা চিংড়ি দিয়ে নাড়াচাড়া করুন
  10. রেডি মিক্সড ফ্রাইডরাইস। চিলি চিকেন এর সাথে পরিবেশন করুন

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার