হোম / রেসিপি / চিড়ে এর কাবাব (পোহা কাবাব)
আজকাল বাচ্চাদের টিফিন বানানো একটা রীতিমতো কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কিচ্ছু স্বাস্থ্যকর জিনিস খেতে চায় না। তাই আমাদের মায়েদের ও মাথা খাটিয়ে এমন খাবার বানাতে হচ্ছে যেটা স্বাস্থ্যকর হবে এবং বাচ্চারা ভালোবেসে খেয়ে নেবে। আজ আমি বানিয়েছি চিড়ে দিয়ে কাবাব। চলুন রেসিপি টা দেখে নিই।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন