হোম / রেসিপি / সাদা নারকেলের নাড়ু ও নারকেল ছাপা সন্দেশ

Photo of coconut balls & coconut sondesh by Swati Mookherjee at BetterButter
695
3
0.0(0)
0

সাদা নারকেলের নাড়ু ও নারকেল ছাপা সন্দেশ

Oct-27-2018
Swati Mookherjee
60 মিনিট
প্রস্তুতি সময়
40 মিনিট
রান্নার সময়
10 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

সাদা নারকেলের নাড়ু ও নারকেল ছাপা সন্দেশ রেসিপির সম্বন্ধে

বাঙালিদের দুর্গোৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হল নারকেল নাড়ু। তার সাথে আগের দিনে মানুষরা বাড়ীতে সুন্দর করে বানাতো ছাপা সন্দেশ।পাথরের বা কাঠের ছাপ নিয়ে সন্দেশ বানানো দেখেছি।প্রতি বছরই আমি বাড়ীতে বানাই।আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • নবরাত্রি
  • পশ্চিমবঙ্গ
  • ডেজার্ট

উপকরণ পরিবেশন সংখ্যা: 10

  1. কোরানো নারকেল ৬ টি
  2. ৬ কাপ চিনি
  3. ২ কাপ খোয়া ক্ষীর
  4. ৬ চা চামচ এলাচ গুড়ো
  5. কর্পূর ১/২ চা চামচ
  6. ঘি অল্প

নির্দেশাবলী

  1. একটা ননস্টিক প্যান বা কড়াই তে চিনি টা দেবেন,ওতে ঘি ও চিনি টা দিয়ে হাতে মথে নিতে হবে।
  2. আঁচ এ বসাবেন এবার।কম আঁচে নাড়াচাড়া করতে হবে পাক দিতে দিতে।যেন লালচে না হয়ে যায় পাক টা।
  3. যখন গা মাখা মাখা হয়ে আসবে একটু আঠালো হয়ে উঠবে নামিয়ে নিতে হবে
  4. ওতে কর্পূর ও এলাচ ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে
  5. এবার মিক্সিতে অল্প একটুক্ষণ পরে একবার ঘুরিয়ে নিতে হবে তাড়া তাড়ি।
  6. অর্ধেক টা বের করে নেবেন।
  7. হাতে সওয়া অবস্থায় এসে গেলে তালুতে একটু ঘি মাখিয়ে নাড়ু পাকিয়ে ফেলতে হবে ঝটপট।
  8. ছাপ করার জন্যে---
  9. মিক্সিতে থাকা বাকি অর্ধেক নারলেল ছাই এর মধ্যে খোয়া গুড়ো করে মিশিয়ে নিতে হবে
  10. পাথরের ছাপ গুলোতে ঘি লাগিয়ে ওতে নারকেল ছাই দিয়ে সুন্দর করে ধার গুলোকে আঙুলের সাহায্য এ সমান করতে হবে
  11. এরপর ধীরে সুস্থে চাপ টা কে উলটে বের করে নিতে হবে ছাপা সন্দেশ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার