হোম / রেসিপি / কুকি শর্টস গ্লাস উইথ মিল্ক

Photo of COOKIE shots with milk by Kamalika Bhowmik at BetterButter
436
4
0.0(0)
0

কুকি শর্টস গ্লাস উইথ মিল্ক

Nov-27-2018
Kamalika Bhowmik
110 মিনিট
প্রস্তুতি সময়
50 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

কুকি শর্টস গ্লাস উইথ মিল্ক রেসিপির সম্বন্ধে

দুধ বিস্কুট তো বাচ্চারা সব সময় খায়।কিন্তু যদি এভাবে দুধ বিস্কুট একসাথে বাচ্চাদের দেওয়া যায় তাহলে দুধ খেতে বাচ্চাদের কোনো বাহানা থাকবে না

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • মধ্যম
  • বাচ্চাদের রেসিপি
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. ময়দা 2 কাপ
  2. বাটার 1 কাপ
  3. গুঁড়ো চিনি 1 কাপ
  4. ডিমের কুসুম একটা
  5. ভ্যানিলা এসেন্স 1 চা চামচ
  6. নুন 1/2 চা চামচ
  7. কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ
  8. সাজানোর জন্য
  9. রেইনবো সুগার বল
  10. মিলকমেড 2 চামচ
  11. ঠান্ডা ঘন দুধ

নির্দেশাবলী

  1. প্রথমে একটি মিক্সিং বলে বাটার নিয়ে নিতে হবে
  2. এবার বাটার এর সাথে পরিমাণ মতো চিনি যোগ করে ভালো করে বিট করতে হবে যতক্ষণ না ক্রিমি টেক্সচার হয়ে আসে
  3. এবার এই মিশ্রনে ডিম ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে আবার একবার ভালো করে বিট করে নিতে হবে
  4. একটি আলাদা বাটিতে ময়দা,বেকিং পাউডার,কর্নফ্লাওয়ার, নুন ভালো করে চালুনি দিয়ে ভালো করে চেলে একসাথে মিশিয়ে নিতে হবে
  5. এবার এই ময়দার মিশ্রণ কে বাটার ও ডিমের মিশ্রনে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে।এই সময় আর বিট করা যাবে না
  6. ময়দার মিশ্রণ 3ধাপে দিতে হবে।এরকম হবে1 ডো টি
  7. এবার কাপ কেক বানানোর গ্লাস নিয়ে তার চার পাশে বাটার ব্রাশ করে বাটার পেপার বসিয়ে নিতে হবে
  8. এবার কুকি মিশ্রণ থেকে হাতের সাহায্যে গ্লাসে চেপে চেপে গ্লাসের আঁকারে বসিয়ে দিতে হবে
  9. এবার এই গ্লাস গুলিকে কমপক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিডগে রেখে দিতে হবে
  10. 1ঘন্টা পূরণ হওয়ার 10 মিনিট আগে ওভেন 180℃ প্রি হিট করে নিতে হবে
  11. ওভেন প্রি হিট হইয়ে গেলে কুকি গ্লাস গুলো বের করে সেই গ্লাস গুলোর মাঝে ফয়েল পেপার গোল করে বসিয়ে দিতে হবে যাতে কুকি বেক করার সময় ফুলে উঠে মাঝ খান ভর্তি না হইয়ে যায়।মাঝ খান ভর্তি হইয়ে গেলে দুধ ঢেলে পরিবেশন করা যাবে না
  12. এবার কুকি গুলিকে 35 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে
  13. কুকি পুরো পুরী বেক হয়ে গেলে রুম টেম্পাররচার এ একদম ঠান্ডা করে নিতে হবে
  14. তারপর কুকি গ্লাসের চারিপাশে মিলকমেড ব্রাশ করে নিতে হবে
  15. এবার গ্লাস গুকিকে রঙ বেরঙের সুগার বলে ঘুরিয়ে নিতে হবে
  16. এরপর আগে থেকে জল দিয়ে ঘন করে রাখা ঠান্ডা দুধ ঢেলে পরিবেশন করুন এই ডিশ টি

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার