হোম / রেসিপি / নো কুক চকোলেট ম্যুস ইন বিস্কিট কাপ
চকলেট ম্যুস একটি ফ্রেঞ্চ ডিজর্ট , যা ডিম আর চকলেট দিয়ে বানানো হয় ।আমি এখানে ডিম ব্যাবহার না করে ডিজার্ট টি বানিয়েছি , প্রধানত বাচ্চাদের জন্য । এই ডিজর্ট দেখতে খুব আকর্ষক এবং খেতে সুস্বাদু , বানানোও খুবই সহজ । এটা একটা বিনা আগুনের রান্না। একে চাইলে চিনি ছাড়া ও বানানো যাবে , কলার পরিমান বাড়িয়ে দিয়ে যাতে বড়রাও খেতে পারে । নিউটেলার বদলে ডার্ক চকোলেট দুধে মিশিয়ে গলিয়ে নিয়ে ব্যবহার করা যাবে।
আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।
রিভিউ জমা দিন