হোম / রেসিপি / নো কুক চকোলেট ম‍্যুস ইন বিস্কিট কাপ

Photo of No cook Chocolate mousse in biscuit cup by Paramita Majumder at BetterButter
490
0
0.0(0)
0

নো কুক চকোলেট ম‍্যুস ইন বিস্কিট কাপ

Feb-27-2019
Paramita Majumder
20 মিনিট
প্রস্তুতি সময়
3 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

নো কুক চকোলেট ম‍্যুস ইন বিস্কিট কাপ রেসিপির সম্বন্ধে

চকলেট ম‍্যুস একটি ফ্রেঞ্চ ডিজর্ট , যা ডিম আর চকলেট দিয়ে বানানো হয় ।আমি এখানে ডিম ব‍্যাবহার না করে ডিজার্ট টি বানিয়েছি , প্রধানত বাচ্চাদের জন্য । এই ডিজর্ট দেখতে খুব আকর্ষক এবং খেতে সুস্বাদু , বানানোও খুবই সহজ । এটা একটা বিনা আগুনের রান্না। একে চাইলে চিনি ছাড়া ও বানানো যাবে , কলার পরিমান বাড়িয়ে দিয়ে যাতে বড়রাও খেতে পারে । নিউটেলার বদলে ডার্ক চকোলেট দুধে মিশিয়ে গলিয়ে নিয়ে ব্যবহার করা যাবে।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • বাচ্চাদের রেসিপি
  • ঠাণ্ডা।করা
  • ডেজার্ট
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. যে কোনো বিস্কুট যেমন ডাইজেস্টিভ 20-25 আমি ওট বিস্কিট ব্যবহার করেছি
  2. কলা 2 টি পাকা
  3. কোকো পাউডার 2 টেবিল চামচ
  4. ন্যুটেলা 1/3 কাপ ( আরো বেশি ও দিতে পারেন যদি বেশি ক্রিমি চান)
  5. পাউডার চিনি 1/4 কাপ
  6. দারুচিনি পাউডার 1/3 টি চামচ
  7. গলানো বাটার 3/4 কাপ আনুমানিক

নির্দেশাবলী

  1. ডাইজেস্টিভ বিস্কিট গুলোকে গুঁড়ো করে নিন মিক্সার এ
  2. রুম টেম্পারেচারে রাখা বাটার কে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ এ গলিয়ে নিন। এবার এই গলানো বাটার কে বিস্কিটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন
  3. রাইমকিন বোল এ ব্যাকিং পেপার লাগিয়ে নিন
  4. এবার বিস্কিটের গুঁড়ো হাত দিয়ে চেপে কাপের আকার দিন । 2-3 ঘন্টা ডীপ ফ্রীজে রেখে দিন
  5. ব্লেন্ডার জারে কলা , কোকো পাউডার , দারুচিনি পাউডার , গুঁড়ো চিনি , নিউটেলা নিয়ে পিষে নিন ।
  6. বিস্কিটের কাপে মূস নিয়ে 1 ঘন্টা ডিপ ফ্রীজে রেখে পরিবেশন করুন।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার