হোম / রেসিপি / ক্রিসপি চিজি ওপেন স্যান্ডুইচ

Photo of Crispy cheesy open sandwich by Sudeshna Mondal at BetterButter
175
0
0.0(0)
0

ক্রিসপি চিজি ওপেন স্যান্ডুইচ

Mar-31-2019
Sudeshna Mondal
15 মিনিট
প্রস্তুতি সময়
17 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ক্রিসপি চিজি ওপেন স্যান্ডুইচ রেসিপির সম্বন্ধে

কম সময়ে বানানো যায় এবং স্বাস্থ্যকর রেসিপি।

রেসিপি ট্যাগ

  • টিফিন রেসিপি
  • বেকিং
  • ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চ
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. লোফ ব্রেড
  2. বাটার ৪ টেবিলচামচ
  3. রসুনকুচি ১ টেবিলচামচ
  4. পিঁয়াজকুচি ৩ চামচ
  5. ময়দা ২ চামচ
  6. দুধ ৩/৪ কাপ
  7. গোলমরিচগুঁড়ো ১ চামচ
  8. পনির ১০০ গ্ৰাম ছোটো করে কাটা
  9. ভাপানো গাজর ৪ টেবিলচামচ(ছোটো করে কাটা)
  10. ক্যাপসিকামকুচি ৩ টেবিলচামচ
  11. চিজ স্লাইস ২ টি
  12. নুন ১/৪ চামচ
  13. চিলি ফ্লেক্স ১ ১/২ চামচ
  14. অরিগ্যানো ৩/৪ চামচ
  15. মোজারেলা চিজ ১/২ কাপ
  16. মিক্সড হার্বস ১/২ চামচ

নির্দেশাবলী

  1. এই জাতীয় ব্রেড ব লোফ ব্রেড নিতে হবে।
  2. মাঝখান থেকে কেটে নিতে হবে।
  3. এবার ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে।
  4. ১৮০ ডিগ্ৰীতে প্রিহিট করা ওভেনে হাই স্ট্যান্ডে ৩ মিনিট বেক করতে হবে।
  5. অন্যদিকে কড়াইতে বাটার দিতে হবে।
  6. রসুনকুচি দিতে হবে।১ মিনিট নাড়াচাড়া করতে হবে।
  7. পিঁয়াজকুচি দিতে হবে এবং ১ মিনিট মাঝারি আঁচে ভাজতে হবে।
  8. ২ চামচ ময়দা দিয়ে দিতে হবে এবং ২ মিনিট মাঝারি আঁচে ভাজতে হবে।
  9. দুধ দিতে হবে।
  10. ভালো করে মিশিয়ে নিতে হবে।একটু ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
  11. ১ চামচ গোলমরিচ ও নুন যোগ করতে হবে।
  12. গাজর,ক্যাপসিকাম ও পনির দিয়ে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে।
  13. চিজ স্লাইস,চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে ভালো করে মেশাতে হবে।
  14. এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বেক করা ব্রেডের উপর দিতে হবে।
  15. মোজারলা চিজ দিতে হবে।
  16. উপর থেকে মিক্স হার্বস ও চিলি ফ্লেক্স ছড়াতে হবে।
  17. ১৮০ ডিগ্ৰীতে প্রিহিট করা ওভেন এ হাই স্ট্যান্ডে ১০ মিনিট বেক করতে হবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার