হোম / রেসিপি / ফ্যাট ফ্রি দই বড়া

Photo of Fat Free Dahi Vada by Ruchi Bhatia at BetterButter
2393
24
5.0(0)
0

ফ্যাট ফ্রি দই বড়া

Jan-04-2017
Ruchi Bhatia
15 মিনিট
প্রস্তুতি সময়
5 মিনিট
রান্নার সময়
5 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • উৎসব
  • ভারতীয়
  • মাইক্রোওয়েভিং
  • স্ন‍্যাক্স
  • কম ক্যালোরি

উপকরণ পরিবেশন সংখ্যা: 5

  1. 1/2 কাপ ছোলার ডাল
  2. 1-2 টা কাঁচা লঙ্কা
  3. 1/2 চা চামচ নুন
  4. 2 কাপ সল্টেড বাটারমিল্ক
  5. 1/2 চা চামচ তেল মাখানোর জন্য
  6. 2 কাপ ঘন দই
  7. নুন স্বাদ অনুসারে
  8. ভেজে বা রোস্ট করে রাখা গোটা জিরা
  9. পুদিনা পাতা সাজানোর জন্য

নির্দেশাবলী

  1. ডাল প্রথমে গরম জলে 1 ঘন্টা মত ভিজিয়ে রাখতে হবে l
  2. পরে ডালের থেকে বেশিরভাগ জল ফেলে দিয়ে একটি ব্লেন্ডারে ডাল, লঙ্কা আর নুন মিশিয়ে পেস্ট বানিয়ে নিন l পেস্ট হয়ে গেলে সেটি একটু ঘেঁটে ভাল করে মিশিয়ে নিন l
  3. মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করা যাবে এমন 8 টি বোল বা বাটি নিয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে l তারপর 2 টেবিল চামচ মাপের ডালের ব্যাটার নিয়ে প্রত্যেকটি বাটিতে ঢালুন l
  4. এক এক বার 4 টি করে বাটি মাইক্রোওয়েভে রেখে 1 মিনিট 15 সেকেন্ড করে রেখে দিন l
  5. সময় হয়ে গেলে ওভেন থেকে বের করে নিয়ে ঠান্ডা হতে দিন l
  6. এই অবস্থায় কয়েক মিনিট ধরে বাটারমিল্কে ভিজিয়ে রাখুন যাতে বড়াগুলি কিছুটা নরম হয় l
  7. তারপর বড়াগুলি তুলে নিয়ে একটু চেপে অতিরিক্ত জল বের করে দিন l
  8. সেই মিল্কের সাথে দই আর নুন মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে বড়াগুলির উপর ঢেলে দিন l
  9. বড়ার উপর দিয়ে একটু ভাজা জিরে ছড়িয়ে দিয়ে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে নিন l

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার