হোম / রেসিপি / ক্রাঞ্চি চটপটা মটর ভাজা

Photo of Crunchy matar fry by Keya Deb at BetterButter
1056
3
0.0(0)
0

ক্রাঞ্চি চটপটা মটর ভাজা

May-07-2018
Keya Deb
540 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ক্রাঞ্চি চটপটা মটর ভাজা রেসিপির সম্বন্ধে

সন্ধ‍্যাবেলা চায়ের সাথে টা তো চাই ই চাই ।।এরকম ক্রাঞ্চি চটপটা মটর ভাজা হলে সন্ধ‍্যাটা কিন্তু জমে যায় ‌।

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • ভাজা
  • স্ন‍্যাক্স

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. হলুদ মটর ২০০ গ্ৰাম
  2. বেসন ৫০ গ্ৰাম
  3. নুন ১ চামচ
  4. বীট নুন ১ চামচ
  5. লঙ্কার গুঁড়ো ১ চামচ
  6. কাশ্মিরী লঙ্কার গুঁড়ো ৩ চামচ
  7. গোল মরিচ গুঁড়ো ১ চামচ
  8. চাট মশলা ১ চামচ
  9. পাতি লেবুর রস ১ চামচ
  10. সাদা তেল ৩০০ গ্ৰাম
  11. রসুন ১০/১২ কোয়া

নির্দেশাবলী

  1. মটর ধুয়ে জলে ভিজিয়ে রাখুন সারারাত বা অন্ততপক্ষে ৫/৬ ঘণ্টা।
  2. প্রেশা্য কুকারে ২ টো সিটি দিয়ে মটর হাফ সিদ্ধ করে নিন ।
  3. একটা বাটিতে বেসন ,নুন ,বীট নুন ,লঙ্কার গুঁড়ো ,লাল লঙ্কার গুঁড়ো , গোল মরিচ গুঁড়ো ,লেবুর রস ,চাট মশলা সব একসাথে মিশিয়ে নিন ।
  4. এবার এই মিশ্রণের মধ্যে হাফ সিদ্ধ মটরগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিন ।
  5. ১৫ মিনিট মতো এভাবে রেখে দিন ।
  6. কড়াইতে তেল গরম করে মটরগুলো একটা একটা করে ছেরে মুচমুচে করে ভেজে নিন ।
  7. এবার রসুনগুলোকে ধুয়ে নিয়ে তেলে ভেজে নিন ।
  8. মটর আর রসুন একসাথে মিশিয়ে পরিবেশন করুন ক্রাঞ্চি চটপটা মটর ।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার