BetterButter অ্যাপ

রেসিপি, খাবার কমিউনিটি এবং রান্নাঘরের জিনিসপত্র

(8,719)
ডাউনলোড করুন

আপনার রেসিপি আপলোড করার জন্য অ্যাপ ডাউনলোড করুন

হোম / রেসিপি / ডাম্পলিং

Photo of Dumplings ( Dim sum) by Uma Sarkar at BetterButter
0
7
0(0)
0

ডাম্পলিং

Sep-12-2018
Uma Sarkar
35 মিনিট
প্রস্তুতি সময়
6 মিনিট
রান্নার সময়
10 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ডাম্পলিং রেসিপির সম্বন্ধে

স্টিমফুড , খুবই সুস্বাদু খেতে । বাইরের খোলস টা খুবই পাতলা ও স্বচ্ছ । ভেতরে পুর কি আছে তা বোঝা যাচ্ছে । এই পাতলা খোলসের জন্য প্রয়োজন পটাটো স্টারচ ও টাপিওকা স্টারচ। চায়না দেশের খাবার ।

রেসিপি ট্যাগ

 • नॉन व्हेज
 • मध्यम
 • एव्हरी डे
 • चायनीज
 • स्टीमिंग
 • ब्रेकफास्ट आणि ब्रन्च
 • हेल्दी

উপকরণ পরিবেশন সংখ্যা: 10

 1. 1 কাপ ময়দা
 2. 1/4 কাপ পটাটো স্টারচ
 3. 1/4 কাপ টাপিওকা স্টারচ
 4. 1 1/2 চা চামচ তেল
 5. 100 এম এল গরম জল
 6. 1/2 চা চামচ নুন
 7. পুরের জন্য
 8. 4 টে ডিম
 9. 1 কাপ গাজর কোরা
 10. 1 1/2 কাপ পেঁয়াজ পাতা কুচি
 11. 1/2 টেবিল চামচ রসুন কুচি
 12. 1/2 টেবিল চামচ আদা কুচি
 13. 1 টেবিল চামচ লঙ্কা কুচি
 14. 1 চা চামচ গোলমরিচ গুড়ো
 15. 1 টেবিল চামচ তিল তেল
 16. 1/2 চা চামচ নুন (কম ও বেশি করা যেতে পারে)

নির্দেশাবলী

 1. প্যানে তিল তেল গরম করে ডিমের ভুরজি করে নিতে হবে ও ঠান্ডা করতে হবে ।
 2. সব কুচুনো সবজি, আদা রসুন কুচি, ডিমের ভুরজি, লঙ্কা কুচি ও নুন গোলমরিচ গুড়ো মিশিয়ে রাখতে হবে ।
 3. এবার সব রকম শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে দিতে হবে। ফুটন্ত গরম জলে নুন দিয়ে ময়দা মিক্সচারে ঢেলে দিতে হবে ও চামচ দিয়ে নাড়তে হবে।
 4. কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে হাতে তেল লাগিয়ে মেখে নিতে হবে ও দশ মিনিট রেখে দিতে হবে।
 5. এবার ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। লেচি গুলি পটাটো স্টারচ সহযোগে লুচি বেলে পুর ভরে নিয়ে ও সেপ দিতে হবে।
 6. স্টিম করতে হবে ঠিক 5-6 মিনিট ।
 7. গরম গরম ডাম্পলিং রেডি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার