হোম / রেসিপি / Ice Cream Sandwich

Photo of Ice Cream Sandwich by Sushama Samanta at BetterButter
719
5
0.0(1)
0

Ice Cream Sandwich

Nov-20-2018
Sushama Samanta
735 মিনিট
প্রস্তুতি সময়
0 মিনিট
রান্নার সময়
10 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • সহজ
  • বাচ্চাদের রেসিপি
  • ফিউশন
  • ঠান্ডা করা
  • ডেজার্ট
  • ডিম ছাড়া

উপকরণ পরিবেশন সংখ্যা: 10

  1. পছন্দ মতো বিস্কুট বা কুকিজ - 2 প্যাকেট (বেকিং প্যানের আকার অনুযায়ী বিস্কুটের পরিমাণ কম বেশি লাগতে পারে।)
  2. হুইপিং ক্রিম - 600 মিলিলিটার
  3. কনডেন্সড মিল্ক - 1 টিন
  4. ভ্যানিলা এসেন্স - 1/2 চা চামচ
  5. চকলেট ক্রান্চি বার - 2-3 টা

নির্দেশাবলী

  1. চৌকো মতো কোনো কেক টিনের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিতে হবে।
  2. তার মধ্যে পছন্দ মতো বিস্কুটের সোজা দিক টা নীচের দিকে রেখে সাজিয়ে দিতে হবে। **কেক টিনের যে রকম আকার হবে সেই মতো বিস্কুট কম-বেশি লাগবে।**
  3. চকলেট ক্রান্চি বার গুলো কেটে টুকরো টুকরো করে রাখতে হবে।
  4. ক্রিম, কনডেন্সড মিল্ক আর ভ্যানিলা এসেন্স একসাথে হুইপ করে নিতে হবে।
  5. সাথে মেশাতে হবে চকলেট ক্রান্চি বার এর কাটা টুকরো। ক্রান্চি বার এর পরিবর্তে চকলেট চিপস্ বা ওরিও বিস্কুটের টুকরো দেওয়া যায়। **খুব আলতো হাতে মেশাতে হবে যাতে হুইপ করা ক্রিমের ফোম টা নষ্ট না হয়।**
  6. বেকিং প্যানে সাজিয়ে রাখা বিস্কুটের ওপর ঢেলে দিতে হবে আর ওপর টা যতদূর সম্ভব সমান করে দিতে হবে।
  7. ক্রিমের ওপর বিস্কুট দিয়ে সাজিয়ে দিতে হবে। ঠিক একদম প্রথমে যে রকম ভাবে সাজানো ছিল ওপরে ঠিক সেই রকম ভাবেই সাজাতে হবে। **বিস্কুট গুলোর সোজা দিক টা ওপরের দিকে রেখে সাজাতে হবে।**
  8. একটা একটা করে বিস্কুট দিয়ে সাজিয়ে পুরো ক্রিম টা ঢেকে দিতে হবে।
  9. কিচেন প্ল্যাস্টিক পেপার দিয়ে মুড়ে নিতে হবে।
  10. সারা রাত্রি ফ্রিজারে রাখতে হবে, ক্রিম টা সেট হবার জন্য।
  11. সকালে ফ্রিজার থেকে বার করে কেটে নিতে হবে।
  12. ফ্রিজারে রাখো আর যখন মন চাইবে তখন খাও।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Pritha Chakraborty
Nov-20-2018
Pritha Chakraborty   Nov-20-2018

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার