GARLIC chicken সম্বন্ধে
Ingredients to make GARLIC chicken in bengali
- চিকেন হাড় ছাড়া ছোট করে কাটা 200 গ্রাম
- চিনি কয়েক দানা
- নুন আন্দাজ মতো
- রসুন কুঁচি 3 চামচ
- 1 চামচ টমেটো সস
- 2 চামচ সুইট চিলি সস
- পেঁয়াজ 1 টা ডুমো করে কাটা
- ক্যাপসিকাম 1 টা ছোটো ডুমো করে কাটা
- কর্নফ্লাওয়ার 2 চামচ
- 1 টা ডিমের সাদা অংশ
- কর্নফ্লাওয়ার চিকেন এ মাখাবার জন্য 4 চামচ
- আদা ও রসুন বাটা 1 চামচ
- রসুন শাকের রসুন ও সবুজ অংশ বাদ দিয়ে সাদা টা লম্বা করে কাটা
- সাদা তেল ভাজার জন্য 1 কাপ
- রান্না করার জন্য সাদা তেল 4 চামচ
How to make GARLIC chicken in bengali
- চিকেন এ নুন , আদা ও রসুন বাটা , ডিমের সাদা অংশ আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখতে হবে।
- কড়াইতে সাদা তেল দিয়ে চিকেন টুকরো গুলো ভেজে রাখতে হবে।
- তেল কমিয়ে সেই তেলে রসুন কুঁচি দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুঁচি ও ক্যাপসিকাম কুঁচি দিয়ে হালকা ভেজে টমেটো সস ও সুইট চিলি সস দিয়ে ভাজা চিকেন গুলো দিয়ে মিশিয়ে দিতে হবে।
- এবার অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে গুলে চিকেন এ ঢেলে দিতে হবে।
- পেঁয়াজ শাকের সাদা টা দিয়ে গ্যাস বন্ধ করতে হবে।
- তৈরি গার্লিক চিকেন।
Reviews for GARLIC chicken in bengali
No reviews yet.
Recipes similar to GARLIC chicken in bengali
চিকেন 65
47 likes
চিকেন ৬৫
7 likes
চিকেন ৬৫
8 likes
দই চিকেন
9 likes
দই চিকেন
8 likes
চিকেন বল
8 likes