হোম / রেসিপি / মালাই কোপ্তা

Photo of Malai Kofta by Rashmi Krishna at BetterButter
6541
923
4.5(0)
0

মালাই কোপ্তা

Dec-02-2015
Rashmi Krishna
0 মিনিট
প্রস্তুতি সময়
25 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • মধ্যম
  • ডিনার পার্টি
  • ইউপি
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. পনির - 150 গ্রাম (আমি বাড়িতে বানিয়ে নিয়েছি)
  2. টমেটো - 3 টি (কুচো করে কেটে রাখা)
  3. কাজু বাদাম - 1/2 কাপ
  4. ফুটির বীজ - 1/4 কাপ
  5. পোস্ত - 1 চা চামচ (দিতেও পারেন বা নাও দিতে পারেন)
  6. আদা আর রসুনের পেস্ট - 2 চা চামচ
  7. ছোট এলাচ - 2 টি
  8. লঙ্কা পাউডার - 1 চা চামচ
  9. নুন স্বাদ অনুসারে
  10. তেল 1 টেবিল চামচ
  11. দই 1/4 কাপ
  12. ময়দা 2 চা চামচ
  13. ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ
  14. গরম মশলা 1 চা চামচ
  15. তাজা ধনেপাতা সাজানোর জন্য

নির্দেশাবলী

  1. একটি প্রেশার কুকারে টমেটো, কাজু বাদাম, ফুটির বীজ, পোস্ত, আদা, ছোট এলাচ, লঙ্কা পাউডার, নুন আর 1 টেবিল চামচ তেল দিয়ে ফুটিয়ে নিন (1 টি সিটি দিলেই চলবে)
  2. তারপর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডারে সব একসাথে নিয়ে পিষে নিন l এর মধ্যে দই দিয়ে আবার মিশিয়ে নিন l এই মিশ্রণটিকে আলাদা করে রাখুন l
  3. একটি পাত্রে পনির নিয়ে একটু চটকে মেখে নিন l এর মধ্যে এলাচ পাউডার, নুন, ময়দা দিয়ে ভাল করে মেশান l এই মিশ্রণ থেকে অল্প পরিমাণ পনির নিয়ে কোপ্তার আকারে তৈরী করুন l
  4. একটি কড়াইয়ে অনেকটা তেল গরম করুন আর তেলের মধ্যে কোপ্তাগুলি ডুবিয়ে ভেজে নিন l ভাজা কোপ্তা টিসু পেপারে তুলে রাখুন যাতে অতিরিক্ত তেল বেরিয়ে যায় l
  5. প্রথমে যে গ্রেভি তৈরী করা হয়েছিল সেটিকে একটি প্যানে দিয়ে ফুটিয়ে নিন l তারপর গরম মশলা আর ক্রিম এর মধ্যে মিশিয়ে দিন l
  6. পরিবেশন করার একটি পাত্র নিয়ে তাতে ভেজে তুলে রাখা কোপ্তাগুলি রাখুন (আমি কোপ্তার উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে তার উপরে তৈরী করে রাখা গ্রেভিটা ঢেলে দিয়েছি) l একটু ক্রিম দিয়ে সাজিয়ে নিয়ে এখন কোপ্তা পরিবেশন করুন l
  7. এর উপর ধনেপাতা মিশিয়ে গরম অবস্থায় পরিবেশন করুন l

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার